1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পহেলা বৈশাখে ঢাকার নিরাপত্তা

১৩ এপ্রিল ২০১০

পহেলা বৈশাখে রাজধানীতে মোতায়েন থাকবে সাড়ে ১২ হাজার ব়্যাব, পুলিশ ও সাদা পোশাকের গোয়েন্দা৷ চার স্তরের নিরাপত্তা বলয়ে রমনা এলাকায় নিয়োজিত থাকবে সাড়ে ছয় হাজার পুলিশ৷

https://p.dw.com/p/Mupv
ঢাকায় পহেলা বৈশাখ (ফাইল ফটো)ছবি: AP

বর্ষবরণের আনন্দে মাতোয়ারা দেশ৷ পত্রিকাগুলোর শিরোনামে প্রধান খবর এটি হলেও সেই সঙ্গে পহেলা বৈশাখের নিরাপত্তা সংক্রান্ত খবরটিই উঠে এসেছে৷ পহেলা বৈশাখে রাজধানীতে মোতায়েন থাকবে সাড়ে ১২ হাজার ব়্যাব, পুলিশ ও সাদা পোশাকের গোয়েন্দা৷ চার স্তরের নিরাপত্তা বলয়ে রমনা এলাকায় নিয়োজিত থাকবে সাড়ে ছয় হাজার পুলিশ, একহাজার ব়্যাব ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্য৷

পহেলা বৈশাখের নিরাপত্তা সংক্রান্ত খবরের পাশাপাশি আরেকটি খবর রয়েছে প্রায় প্রতিটি পত্রিকাতেই সেটি হচ্ছে, নতুন বছর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন, বিরোধী দলের নেতা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া৷

উপজেলা চেয়ারম্যানদের প্রতি শেখ হাসিনা

গুন্ডাপান্ডাদের সঙ্গ ছাড়ার জন্যে উপজেলা চেয়ারম্যানদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশকেই শিরোনাম করেছে ডি ডেইলি স্টার, আমাদের সময়, বিডি নিউজ টোয়েন্টি ফোর৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা-কর্মচারি সহ সকলে এক সাথে জনগণের সেবা করার জন্যে উপজেলা চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ এলাকার মানুষের সমস্যা চিহ্নিত করে স্থানীয়ভাবে পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরির জন্যেও তাদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী৷

বিডিআর-এ বেসামরিক প্রশাসন

প্রথম আলো পত্রিকার শিরোনামে রয়েছে, আরেকটি খবর৷ সেটি হচ্ছে, বিডিআর-এ বেসামরিক প্রশাসন গড়ার উদ্যোগ সম্পর্কিত৷ বিডিআর বাহিনীতে প্রশাসনিক ক্যাডারে কর্মকর্তা নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে৷ প্রধামন্ত্রীর কার্যালয়ে সরকারের নীতি নির্ধারকদের বৈঠকে এই প্রস্তাব রাখা হয়েছে৷

বিদ্যুৎ ও পানির দাবীতে

প্রায় সবগুলো পত্রিকাতেই রয়েছে, বিদ্যুৎ সংক্রান্ত খবরটি৷ বিদ্যুৎ ঘাটতি, বিদ্যুতের ও পানির দাবীতে চারিদিকে হাহাকারের খবর৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে বিদ্যুৎ ও পানির দাবীতে বিক্ষোভ করেছেন ছাত্রীরা৷ শুধু কিন্তু ঢাকাতে নয়, ঢাকার বাইরেও বিদ্যুৎ সংকট মারাত্মক আকার ধারণ করেছে৷ একই সঙ্গে ঢাকায় গ্যাস সমস্যাও প্রকট আকার ধারণ করেছে৷ ঢাকা সহ বাংলাদেশের এখন গরমও অত্যধিক হওয়ায়, মানুষের দুর্ভোগ চরমে উঠেছে৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম