1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৫ বছরের দণ্ড নিয়ে কারাগারে খালেদা জিয়া

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৮ ফেব্রুয়ারি ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ৫ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে৷ তাঁকে কারাগারে পাঠানো হয়েছে৷ খালেদার বড়ছেলে তারেক জিয়াসহ অন্য পাঁচ আসামিকে দেয়া হয়েছে ১০ বছরের কারাদণ্ড৷

https://p.dw.com/p/2sJoB
খালেদা জিয়া
ছবি: picture-alliance/AP Photo/A.M. Ahad

রায়ের পর আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, খালেদা জিয়াকে কারাগারেই যেতে হবে৷ বিকেল সাড়ে তিনটার দিকে  তাঁকে ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়৷

বৃহস্পতিবার ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান এ রায় দেন৷ একইসঙ্গে সাজাপ্রাপ্তদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানাও করা হয়েছে৷ এর আগে বেলা সোয়া ২টার দিকে আদালতে হাজির হন খালেদা জিয়া৷ বিচারক জানান, আসামিদের বিরুদ্ধে ৪০৯ ও ১০৯ ধারার অপরাধ প্রমাণ হয়েছে৷

আনিসুল হক

২০০৮ সালের ৩ জুলাই সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কুয়েত থেকে এতিমদের জন্য পাঠানো দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর রমনা থানায় মামলাটি করে দুদক৷ ওই বছরেরই ৪ জুলাই মামলাটি গ্রহণ করেন আদালত৷ তদন্ত শেষে দুদকের সহকারি পরিচালক হারুন অর রশিদ ২০০৯ সালের ৫ আগস্ট বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, তাঁর বড় ছেলে তারেক রহমানসহ ছ’জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেন৷

মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া বাকি আসামিরা হলেন মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক মুখ্যসচিব কামালউদ্দিন সিদ্দিকী এবং বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান৷ মামলার ছয় আসামির মধ্যে খালেদা জিয়া জামিনে রয়েছেন৷ মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ কারাগারে আর তারেক রহমান, সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান পলাতক৷

রুহুল কবির রিজভি

মামলার রায় দেয়ার পর আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘‘খালেদা জিয়াকে আজই (বৃহস্পতিবার) কারাগারে যেতে হবে৷ তাঁর দণ্ডের যে পরিমাণ তাতে বিচারিক আদালত তাঁকে জামিন দিতে পারবেন না৷ তথ্য-প্রমাণের ভিত্তিতেই তাঁকে দণ্ড দিয়েছে আদালত৷ একজন সাবেক প্রধানমন্ত্রী দুর্নীতির দায়ে দণ্ডিত হয়েছেন, তাতে দেশের ভাবমূর্তি খারাপ হয়৷ তবে এটাও প্রমাণ হলো যে, এ দেশে যত ক্ষমতাধরই হোক না কেন, দুর্নীতি ও অপরাধ করে কেউ পার পায় না৷''

আর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, ‘‘খালেদা জিয়া দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, গণতন্ত্রের জন্য লড়াই করেন, তাই তাঁর প্রতি প্রতিহিংসাপরায়ণ হয়ে এই দণ্ড দেয়া হয়েছে৷ এই সরকার সাজানো মামলায় খালেদা জিয়ার প্রতি নির্মম আচরণ করেছে৷'' তিনি রাজনৈতিকভাবে এর প্রতিবাদ এবং মোকাবেলার আহবান জানান৷

সালমান তারেক

আপিল করবেন খালেদা জিয়া

এদিকে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেছেন, ‘‘আমরা আগামী সপ্তাহে আপিল দায়েরের আশা করছি৷''

খালেদা জিয়া বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাঁর গুলশানের বাসভবন থেকে বের হন৷ আদাললতে পৌছান দুপুর ২টার পর৷ তাঁর গাড়ি বহরের সঙ্গে থাকা সাংবাদিক সালমান তারেক শাকিল জানান, ‘‘ পথে নেতা-কর্মীরা তাঁর সঙ্গে যোগ দেন৷ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের মগবাজার, মৎসভবন এলাকায় এবং চানখার পুলে দফায় দফায় সংঘর্ষ হয়৷''

আরেক সাংবাদিক নুরুজ্জামান লাবু জানান, ‘‘চানখার পুলের পরে খালেদা জিয়ার সঙ্গে আর নেতা-কর্মীরা যেতে পারেননি৷ তাঁদের সেখানে আটকে দেয়া হয়৷ খালেদা জিয়া ও তাঁর নিরপত্তাকর্মীরা তিনটি গাড়ি নিয়ে বকশিবাজারের আদালতে যান৷''

নুরুজ্জামান লাবু

তিনি আরো বলেন, ‘‘মৎস ভবনে সংঘর্ষের সময় পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছোড়ে৷''

রাজধানী ঢাকায় থমথমে অবস্থা বিরাজ করছে৷ রাস্তা-ঘাট ফাঁকা৷ মোটামুটিভাবে সারাদেশেই এই পরিস্থিতি বিরাজ করছে৷

বন্ধুরা, এই রায় সম্পর্কে আপনার মন্তব্য জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান