1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাঁচ মিনিটের ভেল্কিবাজি

২১ জানুয়ারি ২০১১

চতুর্থবারের মতো পুঁজিবাজার বন্ধ, তা’ও আবার লেনদেন শুরু হবার পাঁচ মিনিটের মধ্যে৷ ওদিকে স্বরাষ্ট্রসচিব পর্যায়ে ১১তম ভারত-বাংলাদেশ বৈঠকে সীমান্তে হত্যা বন্ধের প্রতিশ্রুতি পাওয়া গেছে৷

https://p.dw.com/p/100ID
নারীদের ক্ষমতায়নে এখনো অনেক কাজ বাকিছবি: AP

‘পাঁচ মিনিটেই গভীর খাদে', ‘নজিরবিহীন ইতিহাস', এ'গুলো হল কালের কণ্ঠ'র শীর্ষক৷ এবং অবশ্যই সারা দেশে বিনিয়োগকারীদের বিক্ষোভ স্থান পেয়েছে পত্রিকাগুলোর বিবরণে৷ আর বিক্ষোভ হবে না'ই বা কেন: ‘ভেল্কিবাজির মতো নিমেষে উধাও হয়ে যায় ৬০০ পয়েন্ট সূচক', লিখেছে সমকাল৷ তাদের ভাষায়: ‘কাঁপন ধরানো পাঁচ মিনিটের এ সর্বনাশা ঝড়'৷

কিন্তু এ' ঝড় আসল কোথা থেকে? কয়েকটি প্রতিষ্ঠান বাজারদরের অনেক নীচে ষড়যন্ত্রমূলকভাবে আত্মঘাতী শেয়ার বিক্রির কারণে তা ঘটেছে, বলে এসইসি'র ধারণা৷ তবে কালের কণ্ঠই লিখেছিল, ‘গতকালের ঘটনায় ডিএসই'র সফটওয়্যারের দুর্বলতার দিকটিও প্রমাণিত হয়েছে'৷ ভোরের কাগজ সেটা আরো স্পষ্ট করে ব্যাখ্যা করে দিয়েছে: ডিএসই'র ট্রেড সফটওয়্যার এখনো অটোমেশন করা হয়নি৷ ম্যানুয়ালি প্রতি পাঁচ মিনিট পর পর সমন্বয় করা হয়৷ প্রথম পাঁচ মিনিটে প্রচুর বিক্রির চাপের কারণে সূচক একবারে ৬০০ পয়েন্ট নেমে যায়৷

ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র সচিবদের বৈঠক থেকে শোনা গেল, মনমোহন সিং'এর ঢাকা সফরের আগেই সীমান্ত নিয়ে বিরোধ নিষ্পত্তিতে একমত হয়েছে উভয় দেশ - জানাচ্ছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ ভোরের কাগজের বিবরণে পাওয়া গেল যে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসার কথা, এবং প্রধানমন্ত্রী মনমোহন সিং সম্ভবত আসবেন বছরের মাঝামাঝি৷ আর ফেলানী হত্যা প্রসঙ্গে সংশ্লিষ্ট বিএসএফ জওয়ানের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলেছে, বলে জানিয়েছে ভারতীয় প্রতিনিধিদল৷

‘এশিয়ায় নারীদের উচ্চশিক্ষার স্বপ্নযাত্রা শুরু হয়েছে বাংলাদেশে,' এ'ভাবেই শুরু করেছে প্রথম আলো তাদের প্রতিবেদন৷ ইঙ্গিতটা চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন'এর দিকে, যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রীকে ‘আশার প্রদীপ' আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত একটি অনুষ্ঠানে৷ নারী বিশ্ববিদ্যালয়টির প্রধান পৃষ্ঠপোষক চেরি ব্লেয়ার'ও ঐ অনুষ্ঠানে সম্মানিত হন৷ প্রধানমন্ত্রীর ভাষণের উপজীব্য ছিল: নারীর ক্ষমতায়নেই উপযুক্ত পরিবেশ তৈরী হবে - জানাচ্ছে সমকাল৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: ফাহমিদা সুলতানা