1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাঁচ হাজার ভবন ভাঙবে ঢাকার রাজউক

৫ ফেব্রুয়ারি ২০১০

র‌্যাংগস ভবন ভাঙার পর বাংলাদেশের রাজধানীতে যমুনা ফিউচার পার্কের বর্ধিত অংশ ভাঙতে গিয়ে আবারও আলোচনায় এসেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ - রাজউক৷ বৃহস্পতিবার এই ভাঙার কাজ শুরু হলেও অবশেষে রোববার পর্যন্ত তা স্থগিত করা হয়েছে৷

https://p.dw.com/p/Ltob
ফাইল ফটোছবি: AP

রাজউকের ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলা জানিয়েছেন, অবৈধ ভবন বা বৈধ ভবনের অবৈধ অংশ ভাঙা একটি চলমান প্রক্রিয়া৷ তারা ইতিমধ্যেই রাজধানীতে এ ধরণের ৫ হাজার ভবন চিহ্নিত করেছেন৷ যা পর্যায়ক্রমে ভাঙা হবে৷

তবে খ্যাতিমান স্থপতি ও পরিবেশবিদ ড. ইকবাল হাবিব জানান, অবৈধ ভবনের জন্য মূলত রাজউকই দায়ী৷ রাজউকের অব্যবস্থাপনা ও অসততার জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ তিনি বলেন, রাজউক একটি অথর্ব এবং জনবিচ্ছ্ন্নি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, তাদের নির্মাণ ছাড়পত্র নিয়ে রয়েছে ব্যাপক অস্বচ্ছতা৷ এর ফলে পরিবেশ ও প্রতিবেশ ঝুঁকির মুখে পড়েছে৷

এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেননি রাজউকের পরিচালক আবদুল মান্নান৷ তিনি ডয়চে ভেলেকে জানান, রাজউকের জনবল বাড়ানো হচ্ছে আর অবৈধ ভবন ভাঙার জন্য আনা হয়েছে আধুনিক সব যন্ত্রপাতি৷

স্থপতি ইকবাল হাবিব রাজউকের এই নতুন উদ্যোগকে সমর্থন করেন৷ তবে তিনি ডয়চে ভেলেকে বলেন, এ উদ্যোগ যদি লোক দেখানো হয় তাহলে তা আরও জটিল পরিস্থিতির সৃষ্টি হবে৷

তিনি জানান, রাজউক ৫ হাজার অবৈধ ভবন চিহ্নিত করলেও বাস্তবে রাজউকের অনুমোদন নেই এরকম ভবনের সংখ্যা আরও বেশি হবে৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক