1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত

৩০ মার্চ ২০১১

পাকিস্তানকে ২৯ রানে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে পৌঁছে গেছে ভারত৷ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২ এপ্রিল চূড়ান্ত খেলায় ভারত খেলবে শ্রীলঙ্কার সঙ্গে৷ খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টায়৷

https://p.dw.com/p/10k68
ম্যাচের একটি দৃশ্যছবি: AP

এ নিয়ে তিনবার বিশ্বকাপ ফাইনালে উঠলো ১৯৮৩ সালের চ্যাম্পিয়ন ভারত৷ এছাড়া ২০০৩ সালেও ফাইনালে খেলে তারা৷ কিন্তু হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে৷

এর আগে পিসিএ স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ভারত৷ ভারত ও পাকিস্তানের প্রতিদিনের স্বাভাবিক জীবনযাত্রা বুধবার হঠাৎ যেন থমকে গেছে৷ কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র কিংবা ক্রিকেটপ্রেমী মানুষ সবাই এক হয়েছেন বিশ্বকাপের সেমিফাইনাল দেখতে৷

খেলা শুরুর প্রায় তিন ঘন্টা আগে থেকেই শতশত মানুষ স্টেডিয়ামে পৌঁছে যান৷ এত আগেই স্টেডিয়ামে উপস্থিত এই লোকজনদের মধ্যে ছিলেন পুলিশ এবং নিরাপত্তাকর্মী৷ যেহেতু দু'দেশের প্রধানমন্ত্রী এই খেলা দেখতে সশরীরে উপস্থিত রয়েছেন সেখানে নিরাপত্তার বাড়াবাড়ি তো একটু থাকবেই৷ ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি খেলা দেখার জন্য যেমন নিজে ভারতে পৌঁছে গেছেন৷ তেমনি তাঁর দেশের মানুষ যাতে এই খেলা ভালোভাবে উপভোগ করতে পারেন সেজন্য পাকিস্তানে অর্ধদিবস ছুটিও ঘোষণা করেছেন৷ ভারত অবশ্য এই ধরণের কোন ছুটি ঘোষণা করেনি৷ তবে অনেক অফিস দুপুরের পর তাদের কর্মীদের অফিস ত্যাগ করার অনুমতি দিয়েছে৷

মঙ্গলবার রাতের বৃষ্টি সংশয় সৃষ্টি করেছিল পিসিএ স্টেডিয়ামে বুধবারের খেলা নিয়ে৷ কিন্তু বুধবার সকাল হতেই সেই সংশয় কেটে যায়৷ স্টেডিয়ামের চারপাশের রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে৷ স্টেডিয়ামে ঢুকতে হলে বিভিন্নভাবে প্রত্যেককে তল্লাশি করা হচ্ছে৷ যেকোন ধরণের জঙ্গি হামলা প্রতিহত করার জন্য মোতায়েন করা হয়েছে দুই হাজারেরও বেশি পুলিশ৷

ঐতিহাসিক কারণেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের খেলা কেবল খেলায় সীমাবদ্ধ থাকেনা৷ এরসঙ্গে জড়িয়ে থাকে অনেক কিছু৷ দেশের মাটিতে খেলা হওয়ার কারণে ভারত বেশি সমর্থন পাচ্ছে৷ আবার মোহালিতে এখন পর্যন্ত পাকিস্তানকে হারাতে পারেনি স্বাগতিক ভারত৷ অন্যদিকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে কোন ম্যাচ জেতে নি পাকিস্তান৷ তবে বিশ্বকাপ ফাইনালে খেলছে উপমহাদেশের দু'টি দেশ, এ কথাটি এখন নিশ্চিন্তেই বলা যায়৷ কেননা, বুধবার ভারত ও পাকিস্তানের মধ্যে যে দল জিতবে তারা ফাইনালে খেলবে শ্রীলঙ্কার সঙ্গে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন