1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানি জামশেদের বাংলা নাত

৯ ডিসেম্বর ২০১৬

বুধবার পাকিস্তানে এক বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন জুনায়েদ জামশেদ৷ একসময়ের এই পপ তারকা পরবর্তীতে ইসলামি সংগীতে মনোযোগ দিয়েছিলেন৷

https://p.dw.com/p/2TzeX
জুনায়েদ জামশেদ
ছবি: picture-alliance/AP Photo/S. Rabbani

গত শতকের আশির দশকের শেষের দিকে ‘ভাইটাল সাইনস’ ব্যান্ডে মূল গায়ক হিসেবে যোগ দেন জামশেদ৷ সেই সময় তাঁর চেহারা আর কণ্ঠের কারণে তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি৷

তবে নতুন শতকের শুরুর দিকে পপ সংগীত ছেড়ে তাবলিগ জামাতে যোগ দেন জামশেদ৷ পাশাপাশি নাত গাওয়া শুরু করেন৷

গত অক্টোবরে যুক্তরাষ্ট্র সফরে বাংলায় একটি নাত পরিবেশন করেছিলেন তিনি৷ পরবর্তীতে ‘এই রাসুল (সা:)’ শীর্ষক নাতটি নিজের ফেসবুক পাতায় শেয়ার করেছিলেন, যা এখন পর্যন্ত সোয়া দুই লাখেরও বেশিবার দেখা ও শোনা হয়েছে৷

জামশেদের মৃত্যুর পর অনেক ফেসবুক ব্যবহারকারী তাদের বন্ধুদের সঙ্গে গানটি শেয়ার করছেন৷

ইউটিউবেও নাতটি শেয়ার করা হয়েছে৷ উপরের ভিডিওতে ৩ মিনিট ৫৮ সেকেন্ড সময় থেকে বাংলা নাতটি শোনা যাবে৷

জেডএইচ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য