1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানের অধিনায়ক নিয়ে জল্পনা-কল্পনা

৪ ফেব্রুয়ারি ২০১১

আর ক’দিন পরে শুরু হবে বিশ্বকাপ ট্রফির জন্য লড়াই৷ ইতিমধ্যে ১৩ দলই তাদের স্কোয়াড ঘোষণা করে লড়াইয়ের জন্য জোর প্রস্তুতি নিচ্ছে৷ কিন্তু পাকিস্তান দলে এখনও চলছে অধিনায়ক নিয়ে নানা জল্পনা-কল্পনা৷

https://p.dw.com/p/10ASq
Pakistan, captain, Shahid, Afridi, One, day, international, cricket, match, শহীদ, আফ্রিদি, অধিনায়ক, বিশ্বকাপ, স্কোয়াড, পাকিস্তান
শহীদ আফ্রিদিই অধিনায়ক থাকতে পারে বিশ্বকাপ স্কোয়াডেছবি: AP

একদিন আগে সাবেক স্কিপার ইমরান খান এ নিয়ে বেশ সমালোচনা মুখর হন৷ ‘‘মাত্র তিন সপ্তাহ বাকি৷ অথচ এখনও অধিনায়কের নাম ঘোষণা না করে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের সুযোগকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে৷'' এমন মন্তব্য ৫৮ বছর বয়সি সাবেক অল-রাউন্ডার ইমরান খানের৷

এদিকে, বৃহস্পতিবার পাকিস্তানের সাবেক অধিনায়ক মইন খান মন্তব্য করলেন, শহীদ আফ্রিদিই অধিনায়ক থাকতে পারে বিশ্বকাপ স্কোয়াডে৷ বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম আন্তর্জাতিক একদিনের ম্যাচে ৪১ রানে পাকিস্তানের জয়ের পর অধিনায়ক হিসেবে আফ্রিদির পক্ষে এমন অভিমত মইন খানের৷

অবশ্য এসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ শুক্রবার পাকিস্তান দলের অধিনায়ক ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী