1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানের ক্রিকেট সফর অব্যাহত থাকবে : পাওয়ার

৩১ আগস্ট ২০১০

চার খেলোয়াড়ের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিয়োগ থাকা সত্ত্বেও পাকিস্তান দলের ইংল্যান্ড সফরের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে৷ জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি-র প্রধান শরদ পাওয়ার৷

https://p.dw.com/p/OzqM
পাকিস্তান, ক্রিকেট, স্পটিং, বেটিং, সালমান বাট, কলঙ্ক, পাওয়ার, ইংল্যন্ড,বরখাস্ত,Pakistan,Cricket, ICC,Salman,England
ভালোই গাড্ডায় আবার পাকিস্তানের ক্রিকেটছবি: AP

আইসিস প্রধান পাওয়ার বলেছেন, আইসিসি-র সঙ্গে সঙ্গে ইংল্যান্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডও চায় খেলাগুলো অব্যাহত থাক৷ পুলিশ এখনও তাদের তদন্ত শেষ করেনি, বলছেন পাওয়ার৷ সালমান বুট, মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ এবং কামরান আকমাল, এই চার খেলোয়াড়ের স্পট ফিক্সিংয়ে জড়িত থাকারও কোন প্রমাণ এখনও পাওয়া যায়নি৷ তবে প্রমাণ পাওয়া গেলে এই চারজনকে বরখাস্ত করা হবে৷ ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে চতুর্থ ওপঞ্চম শেষ টেস্টে স্পট ফিক্সিং হয়েছিল এই খবর প্রকাশ পাবার পর, পাকিস্তানের ঐ চারজন খেলোয়াড়কে রবিবার জেরা করে লন্ডন পুলিশ৷

টেস্ট সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের দু'টি টোয়েন্টি -টোয়েন্টি ও পাঁচটি একদিনের ম্যাচের সিরিজে অংশ নেয়ার কথা রয়েছে৷ এদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী হারুন লরগাট আশা প্রকাশ করে বলেছেন, পাকিস্তানের খেলোয়াড়দের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের দাবি সংক্রান্ত রিপোর্টটি খুব শিগগিরি তৈরি হয়ে যাবে৷ রিপোর্টটি তৈরি করছে, আইসিসি-র দুর্নীতি বিরোধী শাখা৷ তবে পুলিশ আলাদাভাবে অপরাধের তদন্ত করছে৷

লরগাট বলেন, আশা করি সপ্তাহান্তের মধ্যেই এই সংক্রান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে৷ তিনি বলেন, আমরা কঠোর পরিশ্রম করে চলেছি, কিন্তু এই কথা মনে রাখা জরুরি যে দোষি সাব্যস্ত না হওয়া পর্যন্ত যে কোন ব্যক্তিই নির্দোষ৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়