1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানের জন্যে ৫শ মিলিয়ন ডলারের মার্কিন সাহায্য প্যাকেজ

১৯ জুলাই ২০১০

ঘোষিত ৫০ কোটি ডলারের এই উন্নয়ন সাহায্য প্যাকেজে জল সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎখাত, খাদ্য রপ্তানি এবং চিকিৎসার সুযোগ সুবিধা উন্নত করার বিষয়গুলোকে প্রাধান্য দেয়া হয়েছে৷

https://p.dw.com/p/OPQc
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের সঙ্গে হিলারি ক্লিনটনছবি: AP

দু'দিনের সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সোমবার ছিলেন পাকিস্তানে৷ দেশটির জন্যে তিনি ৫শ মিলিয়ন ডলারের উন্নয়ন সাহায্য প্যাকেজের ঘোষণা দিয়েছেন হিলারি৷ পাকিস্তানে যুক্তরাষ্ট্র সম্পর্কে নেতিবাচক ধারণা দূর করার জন্যে গত বছর মার্কিন কংগ্রেসে ৭শ ৫০কোটি ডলারের পাঁচ বছর মেয়াদি এক উন্নয়ন সাহায্য তহবিল পাস করা হয়৷ বলা বাহুল্য, সন্ত্রাস বিরোধী লড়াইয়ে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র৷

দু'দিনব্যপী সফরের দ্বিতীয় দিন সোমবার ক্লিনটন বিভিন্ন কৌশলী বিষয় নিয়ে আলোচনা চালান পাকিস্তানের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই সাহায্য প্রকল্পকে পাকিস্তানের ভবিষ্যতের জন্যে দীর্ঘমেয়াদি বিনিয়োগ বলে অভিহিত করেছেন৷ ৭শ ৫০ কোটি ডলারের তহবিলটি বেসামরিক৷ এই প্রকল্পে কয়েকটি বাঁধ নির্মাণ, জল বিদ্যুৎ প্রকল্প এবং দেশটির বৈদ্যুতিক পাওয়ার গ্রীড উন্নয়ন এবং তিনটি নতুন হাসপাতাল নির্মাণ অথবা সংস্কারের উল্লেখ রয়েছে৷

পাকিস্তানে মার্কিন বিরোধী মনোভাব ব্যাপক৷ তাই এই সাহায্য়ের মাধ্যমে দুই দেশের মধ্যে আরো বিশ্বাস ও আস্থার মনোভাব তৈরি হবে বলেই যুক্তরাষ্ট্র আশা করে৷ তবে পর্যবেক্ষক মহল মনে করে দুই দেশের মধ্যে এক বিস্তর ফারাক রয়ে গেছে৷ সোমবার ক্লিনটন বলেছেন, বিশ্বাসের ঘাটতি দূর করতে দুই দেশই অগ্রগতি অর্জন করছে৷ তিনি বলেন, আমরা আমাদের দীর্ঘ মেয়াদি সহযোগিতা আরও প্রসারিত করার চেষ্টা করছি৷ সহযোগিতার এই সম্পর্ক আরও দীর্ঘ এবং গভীর করার অঙ্গীকার রয়েছে আমাদের মধ্যে৷ ক্লিনটন বলেন,''আমরা পাকিস্তানের সঙ্গে এক সুষ্ঠু অংশীদারিত্ব গড়ে তোলার ব্যপারে অঙ্গীকারাবদ্ধ৷ সেখানে অবশ্যই নিরাপত্তা জোরদার করা এবং পাকিস্তানের জনগণকে রক্ষা করার বিষয়টিও রয়েছে৷''

পাকিস্তানের বেসরকারি খাতেও অর্থনৈতিক উন্নয়ন জোডরদার করার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের৷ জঙ্গি হামলায় পাকিস্তানে গত তিন বছর ধরে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন৷ দেশটির রাজনৈতিক অস্থতিশীলতা এবং বিদ্যুৎ সঙ্কট একটি বড় সমস্যা৷ প্রযুক্তিগত উন্নয়নে সহায়তা করতে পাকিস্তানের কয়েকটি কোম্পানিতে ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে৷ এবং ১শ মিলিয়ন ডলার ব্যয় করা হবে ছোট এবং মাঝারি আকারের ব্যবসার জন্য ঋণ বাড়ানোর কাজে৷

ইসলমাবাদে দুই দিনের সফর শেষে সোমবার দিনের শেষে ক্লিনটন কাবুলের উদ্দেশ্যে রওনা হবেন৷ আফগানিস্তানে তিনি একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক