1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানের জাতীয় দল থেকে বাদ পড়লেন সালমান, আমির ও আসিফ

৪ নভেম্বর ২০১০

শুধু আইসিসি’র সাসপেনশন নয়, এবার জাতীয় দলে পাকিস্তানের ৩ ক্রিকেটারের চুক্তিও বাতিল করা হলো৷ প্রবল চাপের মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিল৷

https://p.dw.com/p/PyAf
মোহাম্মদ আসিফছবি: AP

এবার পুরোপুরি কোণঠাসা হয়ে পড়লেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন সালমন বাট, বোলার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ৷ ইংল্যান্ড সফরে ‘ম্যাচ ফিক্সিং'এর অভিযোগে তাদের সাসপেন্ড করে আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ তাদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে৷

পাকিস্তান ক্রিকেট বোর্ডের আইনী উপদেষ্টা তফাজ্জুল রিজভি বলেন, ‘‘সালমান, আমির ও আসিফের চুক্তি সাসপেন্ড করা হয়েছে, কারণ বোর্ড শুধু সেই সব খেলোয়াড়দের চুক্তি দিতে পারে, যারা পাকিস্তানের হয়ে খেলতে পারেন৷ যতদিন না এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে আনা অভিযোগের নিষ্পত্তি না হয়, তারা বোর্ডের কাছ থেকে কোনো সুযোগ-সুবিধা পাবেন না৷''

এমনটা যে ঘটতে পারে, তার আভাস আগেই পাওয়া যাচ্ছিল৷ গত মাসেই পিসিবি সাসপেন্ড হওয়া ক্রিকেটারদের লাহোরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মাঠে অনুশীলন করতে দেয় নি৷ এমনকি আইসিসি'র কাছে তারা যখন সাসপেনশন তুলে নেওয়ার আপিল জানাচ্ছিল, তখনও পাকিস্তান ক্রিকেট বোর্ড বেশ দূরত্ব বজায় রেখেছিল৷

আসলে মোটের উপর বেশ চাপের মুখে রয়েছে পিসিবি৷ আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দুর্নীতি ও অন্যান্য সমস্যার মোকাবিলা করার নির্দেশ দিয়েছে৷ এই কাজে ব্যর্থ হলে এমনকি নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছে আইসিসি৷ গত বছরের মার্চ মাসে সফররত শ্রীলঙ্কার ক্রিকেট টিমের উপর সন্ত্রাসী হামলার পর থেকে কোনো বিদেশি দল পাকিস্তানে খেলতে আসেনি, যার ফলে আর্থিক ও অন্যান্য ক্ষতি হয়েছে৷ আইসিসি'র প্রাক্তন প্রেসিডেন্ট পাকিস্তানেরই এহসান মানি মঙ্গলবার নিজেদের দেশের ক্রিকেট কর্তৃপক্ষকেই বর্তমান দুরবস্থার জন্য দায়ী করেছেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক