1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানের তীব্র সমালোচনায় মুখর হলেন সার্কোজি

৭ ডিসেম্বর ২০১০

ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি বেশ খোলাখুলিভাবেই বিভিন্ন জঙ্গি হামলার সূত্রে পাকিস্তানের সমালোচনা করলেন৷ ২০০৮ সালের মুম্বই হামলায় যারা প্রাণ হারিয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়েই তাঁর এই সমালোচনা৷

https://p.dw.com/p/QRJo
ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সার্কোজিছবি: AP

সার্কোজি জানান, জঙ্গিদের এ ধরণের তৎপরতা এবং হামলা কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয়৷ তিনি বলেন, সন্ত্রাসী চক্রগুলো পাকিস্তানে আশ্রয় পেয়ে ভারতের ওপর, আফগানিস্তানে ফরাসী সেনা অথবা অন্যান্য দেশের ওপর হামলা চালানোর স্থান হিসেবে ব্যবহার করবে, এটা গ্রহণযোগ্য নয়৷ মুম্বই-এর ওবেরয় হোটেলে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও উল্লেখ করেন, ‘‘এক দল সন্ত্রাসী প্রতিবেশী দেশ থেকে এসে ভারতের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে, এটা গ্রহণযোগ্য নয়৷''

Sarkozy in Dehli
ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং’এর সঙ্গে সার্কোজিছবি: picture alliance / dpa

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘‘তালেবান এবং আল-কায়েদা পাকিস্তানকে নিরাপদ আশ্রয়স্থান হিসেবে বেছে নিয়েছে তা আফগানিস্তানের মানুষের পক্ষে, ফরাসি সেনাদের পক্ষে, আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়৷ এসব সন্ত্রাসীর কারণে পাকিস্তানের নিরীহ মানুষরাই প্রাণ হারাচ্ছে৷''

সন্ত্রাস দমনে, জঙ্গিদের প্রতিরোধ করতে ভারতকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন প্রেসিডেন্ট সার্কোজি৷ জঙ্গি এবং সন্ত্রাসী দমনে সহযোগিতায় কোন সীমা টানা হবেনা, সে কথাও তিনি বেশ জোর দিয়েই বলেছেন৷

চারদিনের রার্ষ্ট্রীয় সফর শেষে ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি এবং স্ত্রী কার্লা ব্রুনি আজ ফিরে যাবেন ফ্রান্সে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক