1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানের বন্যার্তদের জন্য এগিয়ে এলেন জোলি

১৭ আগস্ট ২০১০

সাড়া জাগানো হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি জাতিসংঘের শরনার্থী বিষয়ক বিশেষ গুড ইউল অ্যাম্বাসাডর হিসাবে বেশ কয়েক বছর আগে পাকিস্তান সফর করেছিলেন৷ তখন তিনি গিয়েছিলেন ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত মানুষকে দেখতে৷

https://p.dw.com/p/OpIV
অ্যাঞ্জেলিনা জোলিছবি: AP

এবার তিনি আবারো যেতে চান পাকিস্তানে, সেখানকার বন্যা উপদ্রুত মানুষকে দেখতে৷

জোলি এখন রয়েছেন লন্ডনে৷ সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন৷ বললেন, ‘পাকিস্তানের জন্য এখন প্রয়োজন ত্রাণ সহায়তা৷ আর ত্রাণ সহায়তার যে অপর্যাপ্ততা সেখানে চলছে, তাও তিনি শুনেছেন৷' আর তাই বলেছেন, তিনি নিজেও পাকিস্তানের বন্যাপীড়িতদের জন্য অর্থ সহায়তা দিতে চান৷ তিনি বলেন, ‘সময় বয়ে যাচ্ছে৷ আর সেখানে পানিবাহিত রোগবালাই দেখা দিচ্ছে৷ কলেরারও আশঙ্কা করা করা হচ্ছে৷ অনেক শিশুর মৃত্যুরও আশঙ্কা রয়েছে৷ এ অবস্থা চলতে দেওয়া যায় না৷ দাতা সংস্থাগুলোকে আরও বেশি করে এগিয়ে আসতে হবে৷'

জোলি, যার নতুন ছবি ‘সল্ট' বেশ সাড়া জাগিয়েছে, সেই সল্ট বা লবণের নায়িকা লন্ডনে এসেছেন একা৷ তাঁর দীর্ঘদিনের সঙ্গী ব্র্যাড পিটকে তিনি সাথে আনেননি, বা ব্র্যাড পিট আসেননি৷ লন্ডনেই মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি বললেন, পাকিস্তানের বন্যা কবলিত মানুষের জন্য যা তাঁর পক্ষে করা প্রয়োজন, তার সব কিছুই তিনি করবেন৷ এ নিয়ে তিনি সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথাও বলছেন বলে জানালেন৷ আর তাঁর সেখানে যাবার একটি পরিকল্পনাও রয়েছে বলে আভাস পাওয়া গেছে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়