1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানের বিরুদ্ধে দশ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের জয়লাভ

৬ মে ২০১১

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় পাকিস্তানের বিরুদ্ধে দশ উইকেটে জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজ৷ ২৬.৩ ওভারেই কাঙ্খিত বিজয় চলে আসে ওয়েস্ট ইন্ডিজের হাতের মুঠোয়৷

https://p.dw.com/p/11AKU
Pakistan's Zulqarnain Haider, left, ducks for a high ball from Lonwabo Tsotsobe of South Africa, during their Twenty20 international cricket match in Abu Dhabi, UAE Wednesday Oct. 27, 2010. (AP Photo/Francois Steenkamp)
ফাইল ফটোছবি: AP

যদিও সিরিজের প্রথম তিনটি খেলাতে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়লাভ করে৷ তবে পরের দুটি খেলায় ওয়েস্ট ইন্ডিজের বিজয় লাভ, আসন্ন দুটি টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের আস্থাকে আরো বাড়িয়ে তুলতে সহায়ক হবে বলেই ধারণা করা হচ্ছে৷ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ভয়ঙ্কর বল করেন রবি রাম্পল৷ ৪১.২ ওভারে ঠিক ১৩৯ রানে পাকিস্তানকে বোল্ড আউট করেন তিনি৷

পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ কিছুটা আলো দেখিয়েছেন, তিনি করেন ৫৫ রান৷ এই একদিনের আন্তর্জাতিক সিরিজে হাফিজ একটি শতক ও একটি অর্ধ শতক করেছেন৷ মোহাম্মদ হাফিজ ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন৷

ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক ড্যারেন স্যামি বলেছেন, খেলা এবং খেলার ফলাফল তাঁকে উৎসাহিত করেছে৷ তিনি বলেন, ‘‘এই ধরনের খেলা দেখার অপেক্ষাতেই ছিলাম আমরা৷ এবং পুরো দলের এই প্রচেষ্টা ছিল দেখার মতো৷ সিরিজের শেষ খেলা দেখে মনে হয়েছে, আমরা পশ্চাদ্ধাবন করতে পারি৷ সিরিজের দিকে ফিরে তাকালে দেখা যাবে আমরা সুযোগ সৃষ্টি করেছি, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারিনি৷ যেকোন বিজয় থেকেই যে কেউ আস্থাবান হয়ে উঠে৷''

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম