1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে আবার ন্যাটোর ট্রাকের উপর হামলা

৬ অক্টোবর ২০১০

মার্কিন ড্রোন হামলার ফলে গত কয়েক দিন ধরেই পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা বেড়ে চলছিল, যার জের ধরে আফগানিস্তানে আন্তর্জাতিক বাহিনীর জন্য রসদের যোগান স্তব্ধ হয়ে যায়৷ বুধবারে ন্যাটোর ট্রাক বহরের উপর বড় হামলা হয়েছে

https://p.dw.com/p/PWuk
ন্যাটোর ট্রাক বহরের উপর বড় হামলা চালানো হয়েছেছবি: AP

প্রথমে উত্তর পশ্চিম সীমান্ত, এবার দক্ষিণের বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় হামলার লক্ষ্যবস্তু হলো ন্যাটোর ট্রাক বহর৷ তালেবান এই ঘটনারও দায় স্বীকার করেছে৷ আজম তারিক নামের এক তালেবান মুখপাত্র জানিয়েছেন, মার্কিন ড্রোন হামলায় নিরীহ মানুষের মৃত্যুর জবাব দিতেই এই হামলা চালানো হল৷ পুলিশের কর্মকর্তা শাহ নওয়াজ খান জার্মান বার্তা সংস্থা ডিপিএ'কে বলেছেন, আখতার আবাদ এলাকায় টার্মিনালে প্রায় ৪০টি ট্রাক দাঁড়িয়ে ছিল৷ বন্দুকধারী একটি দল দু-তিনটি গাড়ি করে এসে গুলি চালাতে শুরু করে৷ তারপর প্রায় ১০টি ট্রাকে তারা আগুন লাগিয়ে দেয়৷ তারপর তারা বিনা বাধায় পালিয়ে যায়৷ স্থানীয় একটি হাসপাতালে গুলিবিদ্ধ একটি মৃতদেহ ও এক ব্যক্তিকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে৷

US Drone Predator Flash-Galerie
এই ড্রোনের হামলাতেই প্রাণ হারিয়েছে তিন পাকিস্তানিছবি: AP

আফগানিস্তানে ন্যাটো বাহিনীর জন্য স্থলপথে রসদ ও সাজসরঞ্জাম পৌঁছানোর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ অনেক প্রতিকূলতা সত্ত্বেও ন্যাটোর ট্রাক বহর এতকাল পাকিস্তানের বন্দর থেকে স্থলপথে আফগানিস্তানে যাচ্ছিল৷ কিন্তু সীমান্ত এলাকায় পাকিস্তানের সেনা সদস্য ও নিরীহ মানুষও বার বার মার্কিন ড্রোন ও অন্যান্য হামলার শিকার হচ্ছে৷ যেমন গত সপ্তাহে সীমান্তে হেলিকপ্টার থেকে চালানো হামলায় পাকিস্তানের আধা সামরিক বাহিনীর ৩ সৈন্য নিহত ও ৩ জন আহত হয়েছিল৷ এই সব ঘটনার ফলে ছড়িয়ে পড়ছে জনরোষ৷ পাকিস্তানের সরকারও অত্যন্ত ক্ষুব্ধ৷ তারা বৃহস্পতিবার থেকে ন্যাটোর জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে৷ ফলে সরকার, তালেবান ও স্থানীয় মানুষ – সব পক্ষই ন্যাটোর বিরুদ্ধে বেঁকে বসেছে৷ তবে এই অচলাবস্থা কাটাতে ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে আলোচনা চলছে৷ হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস দ্রুত এক সমাধানসূত্রের আশা প্রকাশ করেছেন৷ পাকিস্তানে তাদের এই সংকট সত্ত্বেও আফগানিস্তানে ন্যাটোর কাজকর্মের উপর আপাতত কোনো প্রভাব পড়বে না বলে দাবি করছে ওয়াশিংটন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: সাগর সরওয়ার