1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে খাদ্য সঙ্কটের আশঙ্কা

৪ আগস্ট ২০১০

পাকিস্তানে প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে৷ বন্যায় ভেসে গেছে আরও কয়েকশ বাড়ি৷ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫'শতে৷ দেশে খাদ্য সঙ্কটের আশঙ্কা দেখা দিয়েছে৷

https://p.dw.com/p/ObuG
মুলতানের কাছে বন্যায় তলিয়ে যাওয়া অঞ্চলছবি: AP

পাকিস্তানের বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ায়, দেশটিতে খাদ্য সঙ্কটের আশঙ্কা দেখা দিয়েছে৷ একই সঙ্গে দেখা দিয়েছে মানবিক সঙ্কটের হুমকি৷ ৩২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জাতিসংঘ শিশু তহবিল এর আগেই জানিয়েছে৷ যার মধ্যে ১৪ লাখই শিশু৷ ত্রাণ কর্মসুচি জোরদার করার জন্যে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তাঁর মন্ত্রীসভাকে নির্দেশ দিয়েছেন৷ গত সপ্তাহের রেকর্ড পরিমান বৃষ্টিপাতে কয়েকটি গ্রাম ভেসে গেছে৷ পাকিস্তানের সবচেয়ে দারিদ্র্যকবলিত ঐ অঞ্চলে ভূমিধসে ধ্বংস হয়ে গেছে কৃষি জমি৷ ঐ অঞ্চলে তালেবান এবং আলকায়েদার সঙ্গে জড়িত সহিংসতা আগেই সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর ব্যাপক প্রভাব ফেলে, আর এবারের এই ভয়াবহ বন্যা মানুষকে যেন স্থবির করে ফেলেছে৷ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে এরকম ভয়াবহ বন্যা ৮০ বছরের মধ্যে আর দেখা যায়নি৷

Pakistan Überschwemmung Flut
বন্যায় মৃত গবাদিপশুছবি: DW

বিশ্ব খাদ্য কর্মসূচির একজন মুখপাত্র জানিয়েছেন, বন্যায় বিচ্ছিন্ন উত্তর-পশ্চিমাঞ্চলের বন্যা কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে খাদ্য পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন ডব্লিউএফপি-র কর্মীরা৷ জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তা আমজাদ জামাল বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে অনাহারের মত পরিস্থিতি প্রতিরোধ করতে জনগনের কাছে জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা পৌঁছানো প্রয়োজন৷

Pakistan Überschwemmung Flut Kinder
বিনামূল্যে খাদ্য সংগ্রহে মানুষের ভীড়ছবি: AP

বন্যায় মজুদকৃত খাদ্যের শতকরা আট ভাগ ধ্বংস হয়ে গেছে৷ ব্যাপক ক্ষতি হয়েছে গবিদি পশুর৷ বাজার, রাস্তাঘাটসহ গোটা পরিকাঠামোকেই বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে এই ভয়াবহ বন্যা৷ ডাব্লিউএফপি বলেছে, জরুরি সাহায্য প্রয়োজন সেখানকার মানুষদের৷

এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় পাকিস্তান নতুন করে বন্যা সতর্কতা জারি করেছে৷ অনেকেই বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে, আশ্রয় নিয়েছে মসজিদে৷ পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের তথ্যমন্ত্রী মিয়া ইফতিখার হুসেইন সাংবাদিকদের বলেছেন, আমরা ভয়াবহ রকম খাদ্য এবং ওষুধ সঙ্কটের মুখোমুখি৷ মানুষের খাবার এবং ওষুধ প্রয়োজন৷ সময়মত খাবার পৌঁছাতে না পারলে তারা প্রাণ হারাবে বলে আশঙ্কা করছি৷ জাতিসংঘ বলেছে, রোগ ছড়িয়ে পড়া রোধে বিশুদ্ধ খাবার পানি এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা জরুরি ভিত্তিতে প্রয়োজন৷ বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাতটি জেলার মধ্যে পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশের পরিস্থিতি ভয়াবহ৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল- ফারূক