1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত কমপক্ষে ২০

৮ মার্চ ২০১১

পাকিস্তানে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে৷ আহত হয়েছে একশ’ জনেরও বেশি৷ সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো জানিয়েছে, একটি সরকারি তদন্ত সংস্থাকে লক্ষ্য করে এই গাড়ি বোমা হামলা চালানো হয়৷

https://p.dw.com/p/10V5g
পাকিস্তানে বোমা হামলা (ফাইল ছবি)ছবি: AP

লাহোর থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদ শহরে এই বোমা হামলা হয়৷ ঐ শহরের প্রধান বেসামরিক প্রশাসনিক কর্মকর্তা নাসিম সিদ্দিক জানান, একটি গাড়িতে করে ঐ হামলা চালানো হয়৷ বোমার আঘাতে বেশ কয়েকটি বাড়িঘর, একটি গ্যাস স্টেশন, একটি সামরিক ভর্তি কেন্দ্র এবং প্রায় ডজনখানেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়৷

ঐ শহরের সরকারের একজন মুখপাত্র সোবহান আলী বলেন, প্রায় ১২ জন মানুষ সরাসরি বোমা হামলার মধ্যে পড়ে৷ তিনি বলেন, ‘‘এটা একটা বড় ধরণের বিস্ফোরণ ছিল, যার শব্দ পাঁচ থেকে ছয় কিলোমিটার এলাকা দূর থেকে শোনা যায়৷ এছাড়া এটি একটি ব্যস্ত এলাকা৷ বোমার আঘাতে বাড়িঘরগুলো ভেঙে পড়ে৷ এবং আমরা ধ্বংসস্তুপের নিচ থেকে আহত লোকজনকে টেনে হিঁচড়ে বের করি৷''

দুনিয়া টেলিভিশন বলেছে, এই বোমা হামলার লক্ষ্য ছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থার একটি অফিস৷ হাফিজ রিয়াজ নামে একজন উদ্ধারকর্মী জানিয়েছেন, ১১টি মৃতদেহ এবং ৫১ জন আহত ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে৷

ফয়সালাবাদের আঞ্চলিক পুলিশ প্রধান আফতাব সীমা বলেন,‘‘মৃতের সংখ্যা বেড়ে ২০ এ দাঁড়িয়েছে৷ আহত হয়েছে ১২৭ জন৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে৷ কেননা, আহতের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই গুরুতর৷''

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন