1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে বন্যার্ত মানুষের দুর্ভোগ বাড়ছেই

১২ আগস্ট ২০১০

পাকিস্তানের বন্যা উপদ্রুত এলাকার মানুষের দুর্ভোগ বাড়ছেই৷ দ্রুত পানি কমার খুব একটা লক্ষণ দেখা যাচ্ছে না৷ এরই মধ্যে আজই বন্যা আক্রান্ত সিন্ধ প্রদেশ সফরে গিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি৷

https://p.dw.com/p/OlYa
ত্রাণের আশায় হাত পেতেছে পাকিস্তানের বন্যার্ত মানুষছবি: AP

প্রায় দুই সপ্তাহ আগে পাকিস্তানের ইন্দু নদীতে অববাহিকা অঞ্চলে ভারি মৌসুমি বৃষ্টিপাতের ফলে দেখা দেয় বন্যা৷ এরপর তা ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করে৷ দুই সপ্তাহে বন্যার পানির তোড়ে মারা গেছে অন্তত ১৬শ মানুষ৷ প্রায় এক হাজার কিলোমিটার এলাকা পানির নীচে৷ ফলে এক কোটি ৪০ লাখ মানুষ সরাসরি ক্ষতির শিকার৷

অন্যদিকে, আজ থেকেই পাকিস্তানে শুরু হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের রমজান মাস৷ বন্যা কবলিত মানুষ রোজা রাখতে গিয়ে পড়ছেন চরম দুর্ভোগে৷ খাবার নিরাপদ পানিয় জল আর আশ্রয়ের সন্ধানে মানুষ৷ কিন্তু সেই এলাকায় শুকনো জায়গার খুব অভাব৷ স্কুল কলেজগুলোও আগেই ভরে গেছে বন্যাত্র মানুষে৷ ফলে দেখা দিয়েছে আশ্রয় কেন্দ্রের সংকট৷

এদিকে, প্রচন্ড সমালোচনার মুখে ইউরোপ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আজই বন্যা কবলিত সিন্ধ প্রদেশে গিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি৷ মূলত হেলিকপ্টারে করে তিনি বন্যা কবলিত এলাকার উপর দিয়ে চক্কর দিয়েছেন৷ দেখেছেন বন্যার ভয়াবহতা৷ দেখেছেন মানুষের দুর্ভোগ৷ তবে কি তিনি নীচে নেমে দেখেননি বানের পানির নীচে তলিয়ে যাওয়া মানুষগুলোকে? উত্তরে প্রেসিডেন্টের মুখপাত্র ফারাতুল্লাহ বাবর জানাচ্ছেন, খুবই অল্প কিছু জায়গা রয়েছে সেখানে৷ তারপরেও প্রেসিডেন্ট শুক্কুর ব্যারেজের কাছে নেমেছিলেন, কিছুক্ষণের জন্য৷ তিনি সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন এবং ত্রাণ বিতরণের খোজ খবর নেন বলে জানা গেছে৷ সিন্ধ প্রদেশের শুক্কুর ব্যারেজটি কেবল একটু মাথা উঁচু করে আছে৷ তবে প্রবল পানির তোড়ে যে কোন সময় এটিও ভেসে যেতে পারে এমনটাই আশঙ্কা স্থানীয়দের৷

Pakistan Flut Katastrophe 2010 Flash-Galerie
নিরাপদ আশ্রয়ের সন্ধানেছবি: AP

জাতিসংঘ গতকালই জানিয়েছে যে পাকিস্তানের জন্য এখন জরুরি ভিত্তিতে প্রয়োজন ৪৬০ মিলিয়ন ডলার৷ আর ইতিমধ্যেই এই তহবিলে দেড়শ মিলিয়ন ডলারের সহায়তা আসার প্রতিশ্রুতি এসেছে বলে আজকের খবর৷ মূলত বন্যাত্রদের জন্য এখন যা প্রয়োজন, তাই হবে সহায়তা সামগ্রির তালিকায় শীর্ষে থাকা জিনিসগুলো৷

ওদিকে, পাকিস্তানের পাশ্ববর্তী দেশ চীনের গানশু প্রদেশের প্রত্যন্ত এলাকায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ১১৭ জনে দাঁড়িয়েছে বলে জানা গেছে৷ নিখোঁজ রয়েছে ৬শর বেশি মানুষ৷ গত রবিবার থেকে সেখানে ভূমিধস শুরু হয়৷ ৬শর বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন৷ উদ্ধারকর্মীদের মতে, নিখোঁজ লোকদের উদ্ধারের সম্ভাবনা খুবই ক্ষীণ৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: দেবারতি গুহ