1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে বন্যার দুর্ভোগের সঙ্গে যোগ হলো ভূমিধস

৯ আগস্ট ২০১০

পাকিস্তানিদের দুর্ভোগ যেন কমছেইনা৷ দেশটি যখন মুখোমুখি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যায় তখন তার সঙ্গে যোগ হলো ভূমিধস৷ অবশ্য যে অবিরাম বৃষ্টির কারণে এই বন্যা, ভূমিধসের কারণও সেই বৃষ্টি৷

https://p.dw.com/p/OfA6
ছবি: AP

পাকিস্তানের উত্তরের শহর স্কারডুতে হয়েছে এই ভূমিধস৷ এতে এখন পর্যন্ত কমপক্ষে ২৮ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে৷ এরা সবাই বাস করতেন একটি পাহাড়ের নিচে৷ ঐ পাহাড় ধসেই তাদের মৃত্যু হয়েছে৷ এদিকে একজন সরকারি কর্মকর্তা অন্তত তিনটি স্থানে ভূমিধসের খবর দিয়েছেন৷ এর ফলে ঐ এলাকার সব রাস্তা বন্ধ করে দিতে হয়েছে৷ তাই ত্রাণকর্মীরা সেখানে যেতে পারছেননা৷

বন্যার সর্বশেষ

সার্বিকভাবে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে৷ এবং সামনেও কোন ভাল খবর আশা করা যাচ্ছেনা৷ কারণ আবহাওয়া অফিস বলছে আরও বৃষ্টি হবে৷ এদিকে উত্তরাঞ্চল ঘুরে বন্যা এখন দক্ষিণের সিন্ধু প্রদেশের আরও বিস্তারিত এলাকায় ছড়িয়ে পড়ছে৷ ঐ এলাকায় বৃষ্টির পূর্বাভাস থাকায় ঊদ্ধারকর্মীরা লোকজনকে সরিয়ে নিচ্ছে৷ এছাড়া বন্যার পানির তোড়ে ইন্দাস নদীর বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা৷ বন্যার কারণে আরও নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ জাতিসংঘের হিসেবে এখন পর্যন্ত কমপক্ষে ১,৬০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ আর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দেড় কোটি লোক ও সাড়ে ছয় লক্ষ ঘরবাড়ি৷

Pakistan Überschwemmung Flut Kinder
ত্রাণের জন্য হাহাকারছবি: AP

উদ্ধার তৎপরতা

উদ্ধারকর্মীরা তাঁদের মতো কাজ করে যাচ্ছেন৷ কিন্তু বন্যার তোড়ে রাস্তাঘাট ভেঙে যাওয়ায় অনেক জায়গাতেই যেতে পারছেন না তাঁরা৷ এমনকি ব্যাপক বৃষ্টিপাতের কারণে হেলিকপ্টারও উড়তে পারছেনা৷ সব মিলিয়ে পরিস্থিতি আসলে খুব একটা ভাল নয়৷ বিভিন্ন দেশের পক্ষ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার ত্রাণ সাহায্যের অঙ্গীকার করা হয়েছে বটে৷ কিন্তু ভাঙা অবকাঠামোর কারণে লোকজনের কাছেই পৌঁছানো যাচ্ছেনা৷

জারদারির সমালোচনা

প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ইউরোপ সফর শেষ করে এখনো দেশে ফেরেননি৷ এ কারণে তাঁর ব্যাপক সমালোচনা হচ্ছে৷ সর্বশেষ এই সমালোচনায় যোগ দিয়েছেন ভাগ্নি ফাতিমা ভুট্টো৷ তিনি বলেছেন, ইউরোপ সফরের জন্য জারদারি ভুল সময়কে বেছে নিয়েছেন৷

চীনেও ভূমিধস

চীনের গানসু প্রদেশে ভূমিধস হয়েছে৷ তাতে কমপক্ষে ১২৭ জন প্রাণ হারিয়েছে বলে খবর পাওয়া গেছে৷ আর এখনো নিখোঁজ রয়েছে প্রায় দুই হাজার মানুষ৷ চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও ইতিমধ্যে ঐ অঞ্চল পরিদর্শন করছেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়