1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

১৮ আগস্ট ২০১০

পাকিস্তানে ভয়াবহ বন্যা পরিস্থিতির তেমন কোন উন্নতি হয়নি৷ বরঞ্চ আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন, বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে চলতি মাসের শেষ নাগাদ৷ বন্যা দূর্গতদের জন্যে ই ইউ সাহায্যের পরিমাণ বাড়িয়ে ৭ কোটি ইউরো করেছে৷

https://p.dw.com/p/OqIl
মুলতানের কাছের একটি সড়ক, ভাসছে পানিতেছবি: AP

পাকিস্তানের জন্যে জরুরি সাহায্য আরো ৩ কোটি ইউরো বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷ এই নিয়ে ই ইউ-এর সাহায্যের পরিমাণ দাঁড়ালো ৭ কোটি ইউরো৷ ইউরোপীয় ইউনিয়নের মানবিক সাহায্য কমিশনার ক্রিস্টালিনা জর্জিয়াভা বুধবার বলেছেন, ইউরোপীয় কমিশনের মানবিক সাহায্য অংশীদাররা যে কার্যক্রম চালাচ্ছেন তাদের মাধ্যমে অতিরিক্ত এই সাহায্য বিতরণ করা হবে৷ তিনি আগামী সোমবার পাকিস্তানের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করবেন৷

Pakistan Überschwemmung Flutkatastrophe Flüchtlinge Trinkwasser
খাবার পানির আশায় বন্যা দূর্গতরাছবি: AP

এদিকে জাতিসংঘ বুধবার বলেছে, পাকিস্তানের বন্যা দূর্গতদের জন্যে জাতিসংঘের ৪৬ কোটি ডলারের সাহায্যের প্রায় অর্ধেকটা যাতে জরুরি সাহায্য হিসেবে দূর্গতদের কাছে পৌঁছায় তা তারা নিশ্চিত করেছেন৷ জাতিসংঘের যে বিভাগ পাকিস্তানের মানবাধিকারের বিষয়টি সমন্বয় সাধন করছে সেখানকার একজন মুখপাত্র বলেছেন, আমাদের কাছে ২০ কোটি ৮০ লাখ ডলার পৌঁছেছে৷ যা মোট তহবিলের শতকরা ৪২. ৫ ভাগ৷

জাতিসংঘ মহাসচিব বান কি মুন সপ্তাহান্তে পাকিস্তানের বন্যা দুর্গত অঞ্চল পরিদর্শন করেছেন৷ তিনি বলেছেন এইরকম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ তিনি আর দেখেননি৷ পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই বন্যায় ২ কোটি মানুষ গৃহহারা হয়েছে৷ দেশটির পাঁচ ভাগের একভাগ এখনও পানির নিচে৷ বন্যা পরিস্থিতির তেমন কোন উন্নতি এখনও হয়নি৷ এদিকে আবহাওয়াবিদরা বলেছেন, কয়েকদিনের মধ্যে এই ভয়াবহ পরিস্থিতির উন্নতি হবার তেমন কোন সম্ভাবনা নেই৷ আগস্টের শেষের দিকে পরিস্থিতির উন্নতি হতে পারে৷ নদীর পানি এখনও যাচ্ছে হায়দ্রাবাদ এবং দক্ষিণের সুকুর শহরের দিকে৷ তবে চলতি সপ্তাহে ভারি বৃষ্টিপাত হবার সম্ভাবনা নেই বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে৷

এদিকে পাকিস্তানের ভয়াবহ বন্যা পরিস্থিতি সত্ত্বেও, দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি আবারো বিদেশ সফরে বের হয়েছেন৷ আজ তিনি যোগ দিয়েছেন, রাশিয়ার সোচিতে অনুষ্ঠানরত আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে৷ কৃষ্ণ সাগর তীরবর্তী রুশ প্রেসিডেন্ট মেদভেদেভের বাসভবনে অনুষ্ঠানরত এই সম্মেলনে গেরিলাদের বিরুদ্ধে আফগান সরকারের লড়াইকে সমর্থন দিয়েছে রাশিয়া এবং পাকিস্তান৷ সম্মেলনে জারদারি মেদভেদেভকে বলেন, আমাদের একসঙ্গে দাঁড়ানো উচিৎ৷ এবং আফগান জনগণকে সমর্থন করা উচিত৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন