1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে বিমান হামলায় নিহত ৩০

২০ ফেব্রুয়ারি ২০১০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকায় বিমান হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৩০ জঙ্গি৷ এছাড়া, আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছে এক পুলিশ প্রধান৷

https://p.dw.com/p/M6ic
ফাইল ফটোছবি: AP

সাবেক তালেবান ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ ওয়াজেরিস্তানে শনিবার হামলা চালায় পাকিস্তানের বিমান বাহিনী৷ দেশটির বিভিন্ন এলাকায় আত্মঘাতি হামলার পর তালেবান জঙ্গিদের বিতাড়িত করতে, এই অঞ্চলে গত অক্টোবরেও অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনী৷ কিন্তু তখন শহর অঞ্চল ছেড়ে জঙ্গিরা চলে যায় সীমান্তবর্তী অনিয়ন্ত্রিত এলাকায়৷ এসব এলাকায় বিমান হামলা ছাড়া অভিযানের কোন সহজ উপায় নেই৷ আর তাই শনিবারের এই বিমান হামলা৷

এক বিবৃতিতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানায়, বিমান হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৩০ জঙ্গি৷ বিবৃতিতে আরো বলা হয়েছে, শালের পাহাড়ি এলাকায় জঙ্গিরা আত্মগোপন করে আছে, এই খবর নিশ্চিতভাবে জানার পর বিমান হামলা চালানো হয়৷

আফগানিস্তানে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাবাহিনীরও ধারণা, আল-কায়েদা ও তালেবান শীর্ষ নেতারাও দক্ষিণ ওয়াজেরিস্তানের দুর্গম এলাকায় আত্মগোপন করে আছে৷ আর সেখানে বসে চালানো হচ্ছে জঙ্গি প্রশিক্ষণসহ হামলার নানা পরিকল্পনা৷ ফলে মার্কিন বাহিনীও মাঝে মাঝে ড্রোন হামলা চালায় এসব এলাকায়৷

এদিকে, পাকিস্তানের উপজাতী অধ্যুষিত খাইবার এলাকায় নিরাপত্তা বাহিনীর অপর এক অভিযানে প্রাণ হারিয়েছে সাত জঙ্গি৷ এই প্রসঙ্গে সংশ্লিষ্ট এলাকার সেনা মুখপাত্র মেজর ফজলুর রহমান জানান, এক গুরুত্বপূর্ণ জঙ্গি নেতাসহ প্রাণ হারিয়েছে ছয় জঙ্গি৷ উল্লেখ্য, খাইবার পাস হচ্ছে আফগানিস্তানে অবস্থানরত বিদেশী সেনাদের রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ সড়ক পথ৷

অবশ্য, এতো অভিযানের মাঝেও থেমে নেই জঙ্গিদের আত্মঘাতী হামলা৷ পাকিস্তানের মানশেরা জেলার পুলিশ কেন্দ্রে আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছেন স্থানীয় এক পুলিশ প্রধান৷ জানা যায়, বারাকট পুলিশ কেন্দ্রে স্থানীয় সময় সকাল ৯টায় এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটালে প্রাণ হারান স্থানীয় পুলিশ প্রধান খলিল খান৷ এসময় আহত হয় ছয় পুলিশ সদস্য৷ সংশ্লিষ্ট এলাকায় অপর এক আত্মঘাতী হামলাকারীকে গুলি করে হত্যা করে পুলিশ৷

প্রসঙ্গত, ২০০৭ সালের জুলাই থেকে এ পর্যন্ত পাকিস্তানে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছে তিন হাজার সাধারণ মানুষ৷ পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বরাবরই দাবি করছে, জঙ্গিদের মূল আস্তানাগুলো ভেঙ্গে দেয়া হয়েছে৷ কিন্তু দেশটির অপেক্ষাকৃত শান্ত এলাকাগুলোতে আত্মঘাতী হামলা মনে করিয়ে দেয়, জঙ্গিরা এখনো টিকে আছে সেখানে৷

প্রতিবেদক : আরাফাতুল ইসলাম

সম্পাদনা : দেবারতি গুহ