1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে মার্কিন কনসুলেট ভবনে তালেবান জঙ্গিদের হামলা

৫ এপ্রিল ২০১০

সশস্ত্র জঙ্গিরা তাদের গাড়ি নিয়ে কঠোর নিরাপত্তা বেষ্টিত কনসুলেট ভবনে ঢুকে পড়ার চেষ্টা করে৷ কিন্তু নিরাপত্তা বাহিনী তাদেরকে বাধা দেয়৷ এই সময় ৪ জন জঙ্গি নিহত হয়৷

https://p.dw.com/p/MneT
লোয়ার দির জেলায় হামলার পর পুলিশ আহত একজনকে নিয়ে যাচ্ছেছবি: AP

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর পেশাওয়ারের মার্কিন কনসুলেট ভবনের ওপর এক ব্যর্থ হামলায় সোমবার ৭ জন প্রাণ হারিয়েছে৷ এই হামলার কয়েক ঘন্টা আগে দেশটির উত্তর-পশ্চিমের সীমান্ত প্রদেশের লোয়ার দির জেলায় আরেক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়৷

পেশাওয়ারের মার্কিন কনসুলেট ভবনের কাছাকাছি পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে৷ সশস্ত্র জঙ্গিরা তাদের গাড়ি নিয়ে কঠোর নিরাপত্তা বেষ্টিত কনসুলেট ভবনে ঢুকে পড়ার চেষ্টা করে৷ কিন্তু নিরাপত্তা বাহিনী তাদেরকে বাধা দেয়৷ এই সময় ৪ জন জঙ্গি নিহত হয়৷ ৩ জন পুলিশ কর্মকর্তাও এই সময় প্রাণ হারায়৷ বিস্ফোরণের কালো ধোঁয়ায় পুরো এলাকা এবং আশেপাশের ভবন ঢেকে যায়৷ কয়েকটি ভবন ধসে পড়ারও খবর পাওয়া গেছে৷

পেশাওয়ারের মার্কিন কনসুলেট ভবনে হামলার ঘটনার নিন্দা জানিয়ে হোয়াইট হাউস গভীর উদ্বগ প্রকাশ করেছে৷ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটনও হামলার নিন্দা করেছেন৷ বলেছেন, এ হামলা গণতন্ত্রকে দুর্বল করারই চেষ্টা৷

মার্কিন কনসুলেট ভবনের কাছে, পেশাওয়ারের ক্যান্টনমেন্ট এলাকা যেখানে শেষ হয়েছে, দুটি বিস্ফোরণই ঘটেছে সেই শামা স্কোয়ারের কাছে৷ ঐ এলাকায় কয়েকটি সেনা ছাউনি এবং সেনা গোয়েন্দা দপ্তরও রয়েছে৷ দুটি বিস্ফোরণই ঘটে কনসুলেট ভবন থেকে প্রায় ২০ গজ দুরে৷

ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত জঙ্গিরা দুটি ট্রাক নিয়ে কনসুলেট প্রাঙ্গনে ঢুকতে চেষ্টা করে৷ কিন্তু রক্ষীরা গেট থেকে কয়েক গজ দুরেই তাদেরকে থামিয়ে দেয়৷ একটি ট্রাকে ১শ কিলোগ্রামেরও বেশি বিস্ফোরক ছিল৷ কনসুলেট ভবনের কয়েক গজের মধ্যে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে৷ মার্কিন কনসুলেট ভবনের সামনের অংশ হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে৷

বিস্ফোরণের পরপরই সেনাবাহিনী খাইবার সড়কে যুদ্ধ অবস্থান নেয়৷ বিস্ফোরণে কনসুলেট ভবনের বাইরে রাখা সাঁজোয়া যানগুলোতে আগুন ধরে যায়৷ একজন প্রত্যক্ষদর্শী জানান, কনসুলেট ভবনের বাইরে সেনা ছাউনিতেও বন্দুকধারীরা হামলা চালায়৷ হামলাকারীরা রকেট চালিত গ্রেনেড ছুঁড়েছে বলেও প্রত্যক্ষদর্শী জানিয়েছেন৷ একজন আত্মঘাতী হামলাকারী কনসুলেট ভবনের গেটের কাছাকাছি নিজেকে উড়িয়ে দেয়৷

Pakistan Anschlag
লোয়ার দির জেলায় বোমা হামলায় আহত একটি শিশুছবি: AP

পেশাওয়ারের সিনিয়র সাংবাদিক সুলতান সিদ্দিকি বলেন,''এই হামলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে৷ তবে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের নতুন নামকরণ সংক্রান্ত প্রস্তাবও এই হামলার পেছনে কারণ হয়ে থাকতে পারে৷''

উল্লেখ্য, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের নাম বদলে খাইবার-পাখতুনখোয়া রাখার পরিকল্পনা নিয়েছে সেখানকার আওয়ামী ন্যাশনালিস্ট পার্টি৷

পাকিস্তানের তালেবান বাহিনী পেশাওয়ারের মার্কিন কনসুলেট ভবনে হামলার দায়িত্ব স্বীকার করেছে৷ দেশটির তালেবান মুখপাত্র আজম তারিক অজ্ঞাত জায়গা থেকে টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ''আমেরিকানরা আমাদের শত্রু৷ পেশাওয়ারের কনসুলেট ভবনে আমরাই হামলা চালিয়েছি৷ একই ধরণের আরও হামলার পরিকল্পনা রয়েছে আমাদের৷''

পেশাওয়ারের মার্কিন কনসুলেট ভবনে হামলার কয়েকঘন্টা আগে পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের লোয়ার দির জেলায় এক আত্মঘাতী বোমা হামলায় ৪৩ জন প্রাণ হারায়৷ আওয়ামী ন্যাশনালিস্ট পার্টি সেখানে প্রদেশের নতুন নামকরণ পরিকল্পনার সপক্ষে রাজনৈতিক সমাবেশের আয়োজন করেছিল৷ বোমা বিস্ফোরণ ঘটে সেখানেই৷

প্রতিবেদক :ফাহমিদা সুলতানা

সম্পাদনা :আব্দুল্লাহ আল-ফারূক