1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে মার্কিন চালকবিহীন বিমান হামলায় পাঁচ জঙ্গি নিহত

১৪ ফেব্রুয়ারি ২০১০

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে একটি মার্কিন চালকবিহীন বিমানের হামলায় পাঁচ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়ে‌ছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা৷

https://p.dw.com/p/M11F
মার্কিন চালকবিহীন বিমানছবি: AP

গত ডিসেম্বরে আফগানিস্তানের পূর্ব সীমান্তে একটি মার্কিন ঘাঁটিতে এক আত্মঘাতী বোমা হামলায় সাত সিআইএ কর্মকর্তা নিহত হলে যুক্তরাষ্ট্র জঙ্গি দমনে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে চালকবিহীন বিমান হামলা বৃদ্ধি করে৷ উল্লেখ্য, অঞ্চলটি আল কায়েদা ও তালেবান জঙ্গি অধ্যুষিত৷

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, রোববারের দুটি মিসাইল আক্রমণ করা হয় রাজধানী ইসলামাবাদ থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের মীর আলী শহরে৷

তবে বিমান হামলায় নিহতদের পরিচয় এখনো জানাতে পারেননি কর্মকর্তারা৷

ওয়াজিরিস্তানে এমন সময়ে বিমান হামলা চালানো হলো যখন ন্যাটো বাহিনী আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে বড় রকমের আক্রমণ চালিয়ে যাচ্ছে৷ মার্কিন বাহিনী এই হামলার নেতৃত্ব দিচ্ছে৷

Taliban, Archivbild
তালেবান দমনে মার্কিন হামলা বাড়ছেছবি: picture-alliance/dpa

আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে আক্রমণের পাশাপাশি মার্কিন বাহিনী পাকিস্তান সীমান্তেও তালেবান দমনে নজর দিয়েছে৷

পাকিস্তান শুরু থেকেই তার ভূমিতে মার্কিন হামলার বিরোধিতা করে আসছে৷ এর কারণ হিসেবে পাকিস্তান বলছে, এ ধরণের হামলা দেশটির সার্বভৌমত্বের বিরোধী৷ এছাড়া এ হামলার কারণে দেশের জনগণের মনে মার্কিন বিরোধী মনোভাব তৈরি হচ্ছে৷ এতে জঙ্গি দমনে পাকিস্তান সরকারের প্রচেষ্টা ব্যহত হচ্ছে৷

উল্লেখ্য, গত ১০ মাসে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানি তালেবানের বিরুদ্ধে আক্রমণে ‍অনেক সফলতা পেয়েছে৷

বার্তা সংস্থা রয়টার্সের হিসেব অনুযায়ী, যুক্তরাষ্ট্র এ বছরে পাকিস্তান সীমান্তে এখন পর্যন্ত ১৩ বার বিমান হামলা চালিয়েছে৷ গত বছর এই সংখ্যা ছিল ৫১, আর ২০০৮ সালে ছিল ৩২৷

এদিকে দক্ষিণের সিন্ধু প্রদেশের একটি শহরে বোমা বিস্ফোরণে তিনজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে৷ এছাড়া ঐ হামলায় ১৫ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে৷ তবে হামলার দায়িত্ব এখনো কেউ স্বীকার করেনি৷

প্রতিবেদকঃ জাহিদুল হক

সম্পাদনাঃ অরুণ শঙ্কর চৌধুরী