1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে মোল্লা ওমরের চিকিৎসার খবরে তোলপাড়

২০ জানুয়ারি ২০১১

আফগানিস্তানের তালিবান নেতা মোল্লা ওমরকে পাকিস্তানের গুপ্তচর সংস্থার সহায়তায়, করাচির একটি হাসপাতালে চিকিৎসা করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট৷ তবে এই খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে আইএসআই এবং তালেবান গোষ্ঠী৷

https://p.dw.com/p/1001M
মোল্লা ওমর (ফাইল ছবি)ছবি: AP

ওয়াশিংটন পোস্ট প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে গত ৭ জানুয়ারি মোল্লা ওমরের হার্ট অ্যাটাক হয় এবং তাকে দ্রুত করাচির একটি হাসপাতালে ভর্তি করা হয়৷ পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই সদস্যরা নাকি তাকে দ্রুত হাসপাতালে পৌছে দেয়৷ বলা হয়েছে প্রতিবেদনটিতে৷

করাচির ঐ হাসপাতালের এক চিকিৎসকের কাছ থেকে ‘দি একলিপ্স গ্রুপ' নামে একটি সংস্থা এই গোপন খবরটি পেয়েছে৷ এবং তাদের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট৷ যদিও খবরদাতা ঐ চিকিৎসক নিজেও স্বীকার করেছেন যে, তিনি সে সময় হাসপাতালে ছিলেন না৷ তবে তিনি এই খবরটি শুনতে পান৷ উল্লেখ্য, বিগত ২০০১ সাল থেকে তালেবান গোষ্ঠীর আধ্যাত্মিক নেতা মোল্লা ওমর আত্মগোপনে করে রয়েছেন৷ ওয়াশিংটন পোস্টের এই খবরটি কেবল আইএসআই'কে নয়, পাকিস্তান সরকারকেও অভিযুক্ত করছে জঙ্গি গোষ্ঠী তালেবানকে মদদ দেওয়ার জন্য৷

ওদিকে, পাকিস্তানি গুপ্তচর সংস্থা কিন্তু খবরটিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে৷ এক বিবৃতির মাধ্যমে আইএসআই বলে, বিশেষ মহলের স্বার্থ উদ্ধারের চেষ্টার অংশ হিসেবেই প্রকাশিত হয়েছে খবরটি৷ অন্যদিকে, তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিব বার্তা সংস্থা এএফপি'কে জানিয়েছেন যে, তাদের নেতা মোল্লা ওমর সুস্থ রয়েছেন৷ বরং শত্রুরাই তাকে নিয়ে এহেন গুজব ছড়াচ্ছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ