পাঠক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ | পাঠক ভাবনা | DW | 30.05.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

পাঠক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ

রাজীব কুমার মন্ডল পাঠক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে তাঁর ই-মেল শুরু করেছেন৷ তিনি লিখেছেন ঠিক এভাবে, ‘‘সবচেয়ে ভালো লাগছে যে, এখন নিয়মিত ‘পাঠক ভাবনা’ আপডেট হচ্ছে, তাই পাঠকদের ধন্যবাদ৷’’


তিনি আরো লিখেছেন, ‘‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে তা হলো বিশ্বকাপ ফুটবল! আর ডয়চে ভেলেও শুরু করেছে বিশ্বকাপ নিয়ে নানা ধরনের নিউজ পরিবেশনা৷ পাঠক ভাবনায় গুরুত্বের সাথে উঠে আসছে বিশ্বকাপ নিয়ে ডয়চে ভেলের পাঠক বন্ধুদের চাওয়া কুইজ প্রতিযোগিতা প্রসঙ্গ৷ গতকালের পাঠক ভাবনার শিরোনাম ‘বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা’ দেখে তো আমি বিস্মিত হয়ে উঠলাম! কুইজ কি প্রকাশ করেই ফেলেছে? সাথে সাথে রাজশাহী বাগমারার জাহাঙ্গীর ভাইকে ফোনকল দিতে যাব এই বলে যে ডয়চে ভেলে কুইজ করেছে! কিন্তু শিরোনামের উপর ক্লিক করতেই দেখি এ নিয়ে সিরাজগঞ্জের বন্ধু মিজানুর রহমানের লেখা পাঠক ভাবনা৷ বিশ্বকাপ উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করলে বেশ ভালো হয়৷ তবে আশাকরি পাঠক বন্ধুদের কুইজের উত্তর ই-মেলের পাশাপাশি ডাকযোগেও নেবেন৷ এর ফলে রাজশাহীর এসএমজি হাবীব ভাইয়ের মতো যাঁরা এখনও ইন্টারনেট ব্যবহার করে না, তাঁরা নিশ্চয় অংশগ্রহণের সুযোগ পাবেন৷

পরিশেষে ডয়চে ভেলে পরিবারের সাফল্য ও জনপ্রিয়তা কামনা করি৷ রাজীব কুমার মন্ডল, হাসিমপুর, সালামপুর, লালপুর, নাটোর৷

- বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র ক’টা দিন৷ অপেক্ষা করুন, তাহলেই জানতে পারবেন পাঠক বন্ধুদের জন্য কী অপেক্ষা করছে! নিয়মিত সাথে থাকুন আর মতামত জানান – এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা৷

ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইট দেখে দিনের অনেকটা সময় কাটে৷ একটার পর একটা ছবিসহ প্রতিবেদন ভালোই লাগে৷ তবে ডয়চে ভেলের বেতার অনুষ্ঠান শুনে যে আনন্দ পেতাম, তা পূরণ হয় না৷ বিধান চন্দ্র টিকাদার, জলিরপাড়, গোপালগঞ্জ৷

- ধন্যবাদ দু’জনকে৷ সবাই ভালো থাকবেন৷ সপ্তাহান্ত আনন্দে কাটুক৷

সংকলন: নুরুননাহার সাত্তার
সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন