‘‘পাঠক ভাবনা'' | পাঠক ভাবনা | DW | 07.05.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘‘পাঠক ভাবনা''

আমার আন্তরিক ভালোবাসা নেবেন৷ আশাকরি ভালো আছেন৷ প্রিয় বন্ধু, দীর্ঘদিন ধরে দেখছি ‘পাঠক ভাবনা' পাতা আপডেট হচ্ছে না কেন? ঠিক এভাবেই এর কারণ জানতে চেয়েছেন নাটোর থেকে পাঠক বন্ধু রাজীব কুমার মণ্ডল৷

পরের ই-মেলটি লিখে পাঠিয়েছেন ঠিক এই একই বিষয়ে বন্ধু সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে৷ তিনি লিখেছেন, মায়ের অসুস্থতার কারণে বেশ কিছুদিন পশ্চিম বাংলায় নিজের গ্রামের বাড়িতে গিয়েছিলাম, সেই কারণে ডয়চে ভেলের ওয়েবসাইট দেখা হয়ে ওঠেনি৷ আজ ফিরে এসে অফিসে কাজে যোগ দিয়েছি৷ প্রথমেই খুব চটজলদি ওয়েব পেজের প্রতিটি বিষয়ের হেডলাইনগুলোর ওপর চোখ বুলিয়ে নিলাম৷ পরে সময় করে বিস্তারিত ভাবে পড়ে নেবো৷

বেশ কিছুদিন ধরে ‘পাঠক ভাবনা' পাতায় কোন নতুন লেখা না দেখে একটু অবাক হলাম৷ ডয়চে ভেলের ওয়েবসাইটের পাঠকদের না লেখার প্রবণতা দেখে মনে সংশয় জাগে, তাহলে কি সত্যিই একদিন এই পাতাটির অস্তিত্ব থাকবে না!

- ধন্যবাদ দু'জনকেই৷ আসলে আমরা সেভাবে পাঠক বন্ধুদের কাছ থেকে তেমন কোনো মতামতই পাচ্ছিনা৷ এই পাতাটির অস্তিত্ব নির্ভর করে পাঠক বন্ধুদের ওপর৷ যেমন আজ একটি নতুন ই-মেলও আমরা পাইনি৷ তাই কয়েকদিন আগে পাওয়া পুরনো দুটো ই-মেল তুলে দেয়া হলো৷ তবে গতকাল আপনারা ‘পাঠক ভাবনা' পাতায় নতুন ই-মেল দেখেছেন৷ তবে একথা ঠিক যে গত কয়েকদিন পাতাটি সেভাবে আপডেট করা আমাদের পক্ষে সম্ভব হয়নি, সে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত৷ প্রিয় বন্ধুরা, আপনারা যত বেশি লিখবেন আমরা তত বেশি মতামত তুলে ধরবো আমাদের ‘পাঠক ভাবনা' পাতায়৷ সবার জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা৷ সবাই ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন – এই আশাই করছি আমরা সকলে৷ আর হ্যাঁ, সুভাষ চক্রবর্তী, আপনার মা এখন ভালো আছেন তো? তাঁকে আমাদের প্রণাম দেবেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন