1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাতানো খেলার অভিযোগ আনবেন তিলকারত্নে

৩ মে ২০১১

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল - আইসিসি’র কাছে তাঁর খেলোয়াড় জীবনে পাতানো খেলার সব তথ্য ফাঁস করে দেবেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার সাবেক টেস্ট অধিনায়ক হাসান তিলকারত্নে৷ বর্তমানে তিনি বিরোধী দলের রাজনীতিক৷

https://p.dw.com/p/118DP
শ্রীলঙ্কা দলের টেস্ট অধিনায়ক হিসেবে ১০টি খেলায় নেতৃত্ব দিয়েছেন তিলকারত্নেছবি: AP

২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কা দলের টেস্ট অধিনায়ক হিসেবে ১০টি খেলায় নেতৃত্ব দিয়েছেন তিলকারত্নে৷ মঙ্গলবার কলম্বোয় সাংবাদিকদের তিনি বলেছেন, তাঁর সময়ে কারা কারা এই পাতানো খেলার সঙ্গে জড়িত ছিলেন সময় হলেই তাঁদের নাম প্রকাশ করবেন তিনি৷

এর আগে এ মাসের শুরুর দিকে তিলকারত্নে টেলিভিশনের একটি অনুষ্ঠানে বলেন, ১৯৯২ সাল থেকে শ্রীলঙ্কায় পাতানো খেলা হয়ে আসছে৷ বলেছেন, তিনি পশ্চিমাঞ্চল প্রাদেশিক পরিষদকে বিষয়টি জানিয়েছেন, যে অঞ্চল থেকে তিনি নির্বাচিত হয়েছেন৷

তিনি বলেন, ‘‘পাতানো খেলার বিষয়টি যে সম্প্রতি শুরু হয়েছে তা নয়৷ ১৯৯২ সাল থেকে এটা চলে আসছে৷'' তিনি আরও বলেন,‘‘এই অভিযোগ তোলার পর থেকে আমাকে টেলিফোনে অনেক উৎপাত সহ্য করতে হচ্ছে৷ এমনকি আমাকে মৃত্যুর হুমকিও দেওয়া হয়েছে৷ কিন্তু কারা পাতানো খেলার সঙ্গে জড়িত ছিল তাঁদের নাম সময় হলেই আমি জানাবো৷''

আইসিসি'র দুর্নীতি দমন ইউনিটের প্রক্রিয়া অনুযায়ী কেন তিনি এই বিষয়টি উত্থাপন করছেন না এই প্রশ্নের জবাবে তিলকারত্নে বলেছেন, সামনের দিনগুলোতে ঐ পন্থায় তিনি এগুবেন৷

এদিকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এই অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে৷ এবং এ ব্যাপারে তাদের কাছে যথাযথ প্রমাণ তুলে ধরার আহ্বান জানিয়েছে৷ মঙ্গলবার জাতীয় ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে অবশ্য বলা হয়েছে, ‘‘তথাকথিত পাতানো খেলার এত বছর পর কেন এই অভিযোগ আনা হচ্ছে সেই বিষয়টি আমাদের অবাক করেছে৷'' অবশ্য তিলকারত্নে বলেছেন, তাঁর নিরাপত্তার কথা ভেবেই এতোদিন এই বিষয়টি নিয়ে কোনো কথা তোলেননি তিনি৷

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আরও বলেছে, এই বিষয়টি নিয়ে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে তাদের কথা হয়েছে৷ মন্ত্রী এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছেন৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক