1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পানাহির কারাদণ্ডের প্রতিবাদে প্রতীকী ধর্মঘটের ডাক

৩০ ডিসেম্বর ২০১০

ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহিকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে সারাবিশ্বের চলচ্চিত্র শিল্পে প্রতীকী ধর্মঘটের ডাক দিলেন পরিচালক রাফি পিটস৷

https://p.dw.com/p/zrKL
জাফর, পানাহি, iran, Jafar, panahi, ইরান, Film, Director, Industry, Entertainment, Culture, Rafi, Strike, ছবি, চলচ্চিত্র, সিনেমা, পরিচালক, বিনোদন
ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহিছবি: AP

ইরানি বংশোদ্ভূত ফরাসি পরিচালক পিটস এটিকে পানাহির প্রতি চলচ্চিত্র কর্মীদের সংহতি প্রকাশ হিসেবে উল্লেখ করেন৷

১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি বিপ্লবের মধ্য দিয়ে ইরানে ক্ষমতায় এসেছিল কট্টরপন্থী সরকার৷ তাই সেই বিপ্লবের দিন স্থানীয় সময় বিকেল ৩ টা থেকে দুই ঘণ্টার কর্মবিরতি পালনের আহ্বান জানিয়েছেন পিটস৷ বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘‘সহকর্মী পরিচালকের প্রতি সমর্থন জানাতে দেশ, সীমানা, ধর্ম, রাজনীতি নির্বিশেষে চলচ্চিত্র জগতের সকল নির্মাতা এবং সদস্যদেরকে দুই ঘণ্টার কর্মবিরতি পালনের আহ্বান জানাই৷''

৫০ বছর বয়সি পরিচালক পানাহি ইতিমধ্যে তাঁর ছবি ‘দ্য সার্কেল', ‘ক্রিমসন গোল্ড' এবং ‘অফসাইড' এর জন্য বেশ খ্যাতি কুড়িয়েছেন৷ কিন্তু ইরান সরকারের নীতিমালার বিরুদ্ধে প্রচারণা চালানোর অভিযোগে এই মাসে তাঁকে দেওয়া হয়েছে ছয় বছরের কারাদণ্ড৷ ২০০৯ সালের জুন মাসে বিতর্কিত নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের বিজয়ের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে ছবি তৈরি করে সরকার বিরোধী কাজ করেছেন পানাহি এমন অভিযোগ তোলা হয়েছে সরকারের পক্ষ থেকে৷

এছাড়া পানাহির সহকর্মী ছবি নির্মাতা মোহাম্মদ রাসুলোফ'কেও দেওয়া হয়েছে ছয় বছরের কারাদণ্ড৷ শুধু তা-ই নয়, পানাহির আইনজীবী ফারিদেহ ঘেইরাত জানিয়েছেন, আদালত গত সপ্তাহে পানাহির চলচ্চিত্র নির্মাণ কাজ নিষিদ্ধ ঘোষণা করেছে এবং ২০ বছর ইরানের বাইরে যেতে পারবে না বলেও নির্দেশ জারি করেছে৷

গত মার্চ মাসে পানাহিকে আটক করা হলে তৎক্ষণাৎ তার প্রতিবাদ জানিয়েছিলেন শীর্ষ ছবি নির্মাতা স্টিভেন স্পিলব্যার্গ, মার্টিন সরসেসে, অ্যাঙ্গ লি এবং অলিভার স্টোনসহ অনেকেই৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান