1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পানি সংকট সমাধানে সেনাবাহিনী মোতায়েন

৭ এপ্রিল ২০১০

বুড়িগঙ্গার পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ, বিডিআর বিদ্রোহের প্রথম রায় ঘোষণা, রাজধানীতে পানি সংকট, বখাটেদের অত্যাচারে আরেকটি মেয়ের মৃত্যুর করুণ কাহিনী-- এসবই হলো বুধবারের ঢাকার গণমাধ্যমের কিছু গুরুত্বপূর্ণ খবর৷

https://p.dw.com/p/MokC
বাংলাদেশ সেনাবাহিনীছবি: Mustafiz Mamun

পানি সংকট সমাধানে সেনাবাহিনী মোতায়েন
বুধবার থেকেই সেনা মোতায়েন করা হচ্ছে বলে পত্রিকাগুলো জানিয়েছে৷ ইত্তেফাক বলছে যে, সেনাসদস্যরা ঢাকার বিভিন্ন স্থানে পানি বিতরণের কাজ তদারকি করবে যেন সিস্টেম লস না হয়৷ এছাড়া পানির পাম্পের নিরাপত্তা দেয়া ও পানি সংকটকে কেন্দ্র করে যে নাশকতার আশঙ্কা করা হচ্ছে, সেটা প্রতিহত করতে সচেষ্ট থাকবেন সেনা সদস্যরা৷

বুড়িগঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

বুড়িগঙ্গাসহ আরও চারটি নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷ এর ফলে ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ প্রায় ১০০ পুলিশ ও ব়্যাব সদস্য নিয়ে মঙ্গলবার বুড়িগঙ্গায় উচ্ছেদ অভিযান চালায়৷ প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, অভিযান চলাকালে একাধিক স্থাপনার মালিক এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা বাধা দেওয়ার চেষ্টা করেছেন৷ অনেকে আইন প্রতিমন্ত্রী, যিনি আবার ঐ এলাকার সাংসদও, তাঁকে ফোন করে স্থাপনা না ভাঙার বিষয়ে হস্তক্ষেপ দাবি করেছেন৷

বখাটের হাতে দশম শ্রেনীর ছাত্রী খুন
বখাটেদের উত্পাতে বাংলাদেশে মেয়েদের জীবন অতিষ্ট হয়ে উঠেছে৷ অনেক মেয়ে অত্যাচার সইতে না পেরে হয় নিজেরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, নয়তো তারা খুন হচ্ছে বখাটেদের হাতে৷ যেমন আজও প্রায় সব পত্রিকাতেই এধরণের একটি খবর ছাপা হয়েছে৷ এর মধ্যে কালের কন্ঠের প্রতিবেদনে বলা হয়েছে যে, প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় কিশোরগঞ্জের দশম শ্রেণীর ছাত্রী পিংকিকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে৷ এর আগে গত মাসেই কিশোরগঞ্জেরই আরেকটি মেয়ে বখাটেদের উৎপাত সইতে না পেরে আত্মহত্যা করেছিল বলে পত্রিকাটি জানায়৷ আর ডেইলি স্টার জানাচ্ছে যে, এর আগে আরও দুটি মেয়ে উত্পাত সইতে না পেরে একই পথ বেছে নিয়েছিল৷

প্রতিবেদন : জাহিদুল হক

সম্পাদনা : অরুণ শঙ্কর চৌধুরী