1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পারল না উরুগুয়ে, বত্রিশ বছর পর ফাইনালে নেদারল্যান্ডস

৭ জুলাই ২০১০

বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার ফাইনালে পৌঁছল নেদারল্যান্ডস৷ টানা ২১ মাস ধরে প্রত্যেকটি আন্তর্জাতিক ম্যাচে জয়ের ধারা অক্ষুণ্ণ রেখে মঙ্গলবার উরুগুয়েকে ৩-২ গোলে হারিয়ে দিল ওলন্দাজরা৷

https://p.dw.com/p/OCDD
Bert van Marwijk & Arjen Robben
জয়ের পর কোচ ব্যার্ট ফান মারভেইক ও আরিয়েন রবেনছবি: AP

রবিবার নেদারল্যান্ডস হয় জার্মানি অথবা স্পেনের মুখোমুখি হবে৷ মঙ্গলবার ম্যাচের একেবারে শেষ মুহূর্তে নেদারল্যান্ডসের জয় নিয়ে কিছুটা দুশ্চিন্তা দেখা দিয়েছিল৷ বাড়তি মাত্র তিন মিনিট সময়ে খেলার মোড় ঘুরে যেতে পারে – এমনটাও উড়িয়ে দেওয়া যাচ্ছিলো না৷ নেদারল্যান্ডস তখন ৩-১ এগিয়ে৷ কিন্তু ৯২ মিনিটে উরুগুয়ের মাক্সি পেরেরা একটা মরিয়া চেষ্টা থেকে দ্বিতীয় গোল করার পর তৃতীয় গোলের সম্ভাবনাও যথেষ্ট বেড়ে গিয়েছিলো৷ কিন্তু মাত্র এক মিনিটে আর কিছু করা সম্ভব হয় নি ফোরলানের দলের৷ আসলে খেলার একেবারে শুরুতেই ধাক্কা খাওয়ার পর উরুগুয়ের আত্মবিশ্বাসে চিড় ধরে যায়৷

Fußball WM 2010 Niederlande Uruguay Flash-Galerie
ডাচ সমর্থকদের উল্লাসছবি: AP

গোটা ম্যাচ তেমন আকর্ষণীয় না হলেও গোলের মূহূর্তগুলি সত্যি মনে রাখার মত৷ প্রায় ৩৮ মিটার দূর থেকে কোনাকুনি শট মেরে ফান ব্রঙ্কহর্সট'এর অসাধারণ গোল এবং উরুগুয়ের ফোরলান যেভাবে নেদারল্যান্ডস'এর গোলরক্ষককে লম্বা শটে উরুগুয়ের প্রথম গোলটা করলেন, সেই দুটি দৃশ্য ভোলার নয়৷ এই বিশ্বকাপ অমর হয়ে থেকে গেলেন উরুগুয়ের জার্সি নাম্বার দশ, দিয়েগো ফোরলান দূরপাল্লার সোয়ার্ভিং শটে অনবদ্য কয়েকটি গোল করার জন্য৷

ফাইনালে পৌঁছতে পেরে নেদারল্যান্ডস অত্যন্ত সন্তুষ্ট৷ খেলার পর রাফায়েল ফান ডেয়ার ফার্ট বলেন, ‘‘আমরা সত্যি গর্বিত৷ আমার মনে হয়, ম্যাচটা সত্যি বেশ কঠিন ছিলো৷ তবে আমরা লড়াই করেছি৷ আমাদের ভাগ্যও কিছুটা ভালো ছিলো৷ খেলার শেষে আমরা সত্যিকারের তৃপ্ত৷''

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়