1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাশের হার বাড়লেও শিক্ষার মান বাড়েনি, বলছেন শিক্ষাবিদরা

১৪ মে ২০১১

পাশের হার বাড়লেও শিক্ষার মান বাড়ছে না বলে মনে করেন দেশের শিক্ষাবিদরা৷ তারা তাই শিক্ষার মান বাড়াতে সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন৷ তাদের মতে এই মান বাড়াতে প্রয়োজন ভাল শিক্ষক, অবকাঠামোগত উন্নয়ন এবং কঠোর মনিটরিং৷

https://p.dw.com/p/11FpY
ছবি: picture alliance / landov

দু'দিন আগে প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফলাফলে উল্লসিত দেশের শিক্ষার্থী এবং অভিভাবকরা৷ এবার পাশের হার বেড়েছে শতকরা দুভাগেরও বেশি৷ সৃজনশীল পদ্ধতির এই পরীক্ষায় সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ পেয়েছে প্রায় ৬ লাখ শিক্ষার্থী ৷ কিন্তু শিক্ষাবিদরা মনে করেন পাশের হার বাড়লেই শিক্ষার মান বাড়ে না৷ তারা বলেন শিক্ষার মান কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে৷ যা জানালেন শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ৷

ঢাকায় বেশ কয়েক বছর ধরে পরীক্ষায় ভাল ফলাফল করে আসছে উত্তরা রাজউক মডেল স্কুল এন্ড কলেজ৷ এই প্রতিষ্ঠানের প্রধান কর্ণেল এ এস এম মুশফিকুর রহমান বলেন, শহরে কোন কোন ক্ষেত্রে শিক্ষার মান বাড়লেও গ্রামে শিক্ষার মান কমছে৷ এর প্রধান কারণ গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে এখন আর ভাল শিক্ষকরা থাকছেন না৷

শিক্ষাবিদ অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, পাশের হার আর আসন সংখ্যা বাড়ানো যেমন জরুরী, তেমনি জরুরী শিক্ষার মান৷ এজন্য অবকাঠামোগত উন্নয়ন যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন দক্ষ এবং যোগ্য শিক্ষক৷ তাঁর মতে শিক্ষার মান বাড়াতে এবং তা ধরে রাখতে সরকারী এবং বেসরকারি পর্যায়ে মনিটরিং জোরদার করতে হবে৷

এই শিক্ষাবিদরা বলেন, শিক্ষার মান না বাড়লে এই সব শিক্ষার্থীরা শিক্ষার প্রতিটি স্তরে বাধাগ্রস্ত হবে৷ আর বাস্তব জীবনে তারা তথাকথিত শিক্ষিত অথচ অদক্ষ জনশক্তিতে পরিণত হবে৷ যা দেশের জন্য আরেকটি সংকট সৃষ্টি করবে৷ আধুনিক বিশ্বে প্রতিযোগিতায় আমরা পিছিয়ে পড়ব৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়