1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পা কেটে কোর্টের বাইরে সেরিনা

১৯ জুলাই ২০১০

উইম্বলডন জয়ী সেরিনা উইলিয়ামসের জন্য দুঃসংবাদ৷ গত সপ্তাহে এক রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন তিনি৷ সেখানে কিভাবে যেন ভাঙা কাঁচে পা কেটে যায় তাঁর৷ এরপর দৌড় হাসপাতালে৷ ডাক্তারের ছুরি-কাঁচির নিচে সেরিনা৷

https://p.dw.com/p/OOYF
সেরিনা উইলিয়ামসছবি: AP

অস্ত্রোপচারের পর খবর, আগামী কয়েক সপ্তাহ পায়ে ব্যান্ডেজ নিয়ে বিশ্রামে থাকতে হবে তাকে৷

২৮ বছর বয়সী সেরিনা বিশ্বের এক নম্বর টেনিস তারকা৷ সর্বশেষ তিনি খেলেছিলেন এই মাসের শুরুতে, রাশিয়ার ভেরা জাভোনারেভাকে হারিয়ে ১৩তম গ্রান্ড স্লাম টাইটেল ঘরে তোলেন তিনি৷ কিন্তু সার্জারির কারণে সেরিনা খেলতে পারবেননা ইস্তানবুল এবং সিনসিনাটিতে৷ আগস্টের ১৬ তারিখে মনট্রিলে শুরু হওয়া রগারস কাপেও দেখা যাবেনা তাকে৷ এই নিয়ে আক্ষেপের শেষ নেই সেরিনার৷ তিনি বলেন, ‘আমি অত্যন্ত বিচলিত, কেননা পায়ের চিকিৎসার জন্য আগামী কয়েকটি টুর্নামেন্টে থাকতে পারবোনা৷'

এদিকে আগস্টের শেষ নাগাদ শুরু হওয়া ইউএস ওপেনেও সেরিনা থাকছেন কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে৷ তিনবার ইউএস ওপেন বিজয়ী এই তারকা অবশ্য ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন৷ কিন্তু তাঁর ডান পা কতটা সাড়া দেবে সেটাই এখন দেখার বিষয়৷

তবে, পা কেটে সময়টা একেবারে মন্দ যাচ্ছে না সেরিনার৷ অন্তত তাঁর টুইটার একাউন্ট এমনটাই বলছে৷ সর্বশেষ যে পোস্ট সেরিনা করেছেন, তা হলো একজন সৎ বাবুর্চির সন্ধান করেছেন তিনি৷ এর আগে অবশ্য টুইটারেই সেরিনা জানান, ‘বিছানা ছেড়ে কোর্টে ফেরার তর আর সইছে না৷ কারণ আমি আমার সেরা কাজটাই করে যেতে চাই৷'

উল্লেখ্য, অ্যামেরিকান এই কৃষ্ণাঙ্গীর টেনিসে হাতেখড়ি ১৯৯৫ সালে৷ সেবার অবশ্য তেমন একটা সাফল্য জোটেনি৷ কিন্তু ১৯৯৭ সালেই চমক দেখান সেরিনা৷ আমেরিটেক কাপ শিকাগোতে বিশ্বের সেরা দশের তালিকায় থাকা দু'জনকে হারান তিনি৷ ফলে সেবছরই বিশ্ব ব়্যাংকিয়ের ৩০৪ নম্বর অবস্থান থেকে ৯৯তে উঠে আসেন সেরিনা৷ এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে৷ চলতি মৌসুমে সেরিনা অবশ্য মাত্র ৬টি টুর্নামেন্ট খেলেছেন৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম