1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পিপলি লাইভ দেখলেন মনমোহন সিং

৩০ আগস্ট ২০১০

রাজনীতি ও প্রশাসনিক কাজের ভীড়ে একজন প্রধানমন্ত্রীর অবসর সময় খুব কমই থাকে৷ তবু সে সময়টুকু বের করে স্ত্রীকে সঙ্গে নিয়ে সিনেমা দেখলেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷

https://p.dw.com/p/Oz61
Indien Premierminister Manmohan Singh
ছবি: picture-alliance/Bildfunk

দেখেছেন বলিউডের হাল আমলের সবেচেয়ে আলোচিত ছবি পিপলি লাইভ৷ বলিউড তারকা আমির খান এই ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজটিও করেছেন৷ মুক্তির আগে থেকেই দারুণ আলোচিত হয়ে আসছিল এই ছবিটি৷ তাই এক ফাঁকে পিপলি লাইভ ছবিটি দেখেই ফেললেন মনমোহন৷ রোববার স্ত্রী গুরশরন কাউর সঙ্গে ছিলেন, আরও উপস্থিত ছিলেন আমির খান, ছবির পরিচালক অনুশা রিজভী সহ ছবিতে অভিনয় করা বেশ কয়েকজন শিল্পী৷ ভারতীয় প্রধানমন্ত্রীর সম্মানে ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়৷ এতে দেখানো হয় এক ভারতীয় কৃষকের আত্মহত্যার কাহিনী৷ এদিকে জানা গেছে, কেবল একপক্ষ নয়, ভারতীয় রাজনীতির দুই পক্ষকেই এই ছবি দেখাতে চান আমির খান৷ তাই প্রধান বিরোধী নেতা এল কে আদভানী সহ ভারতীয় জনতা পার্টির নেতাদের জন্যও পিপলি লাইভ প্রদর্শনীর ব্যবস্থা করছেন এই বলিউড তারকা৷ অর্থাৎ ভারতীয় কৃষকদের যে হৃদয়বিদারক কাহিনী তা ছবির মাধ্যমে এবার নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন আমির খান৷

মালদ্বীপে আসছে বলিউড

পৃথিবীর অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত সমুদ্র কন্যা মালদ্বীপ৷ পর্যটনকে আরও বাড়িয়ে তুলতে এবার বলিউডকে কাছে টানতে চাইছে তারা৷ মালদ্বীপের পর্যটন মন্ত্রী তোয়িদ মোহাম্মদ বলেছেন, আমরা বলিউডের কাছে ইতিমধ্যে প্রস্তাব দিয়েছি আমাদের একটি দ্বীপকে ছবি নির্মাণের জন্য স্টুডিওতে পরিণত করার৷ আমরা আশা করছি আগামী বছরেই এটার বাস্তবায়ন হবে৷ উল্লেখ্য, বলিউডের অনেক ছবির শুটিং হয়ে থাকে এই দ্বীপরাষ্ট্রটিতে৷ ঋত্মিক রোশানের কাইটস ছবির শুটিং এর একটি অংশ হয়েছিল মালদ্বীপে৷ সাড়ে ছয় লাখ মানুষের দেশ মালদ্বীপের সিংহভাগ আয় আসে এই পর্যটন থেকে৷ ঝকঝকে সৈকত ও নজরকাড়া প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বিশ্বের ভ্রমণপিয়াসুদের কাছে অন্যতম আকর্ষণ দক্ষিণ এশিয়ার এই ছোট্ট দেশটি৷

Vilamendhoo Island Resort Maldives
মালদ্বীপের নৈসর্গিক দৃশ্য

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী