1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর কোরিয়ার উপর কঠোর অবরোধ

৬ আগস্ট ২০১৭

উত্তর কোরিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপের বিষয়ে শনিবার একমত হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ৷ এখন পর্যন্ত উত্তর কোরিয়ার উপর সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা বলা হচ্ছে একে৷ তবে এর প্রয়োজন ছিল বলে মনে করছে চীন৷

https://p.dw.com/p/2hlWC
ছবি: Picture-alliance/dpa/M. Altaffer/AP

ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা আরোপের পর এ বিষয়ে উত্তর কোরিয়াকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছে চীন৷ দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রবিবার বলেছেন, জুলাইতে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করাটা আবশ্যক হয়ে গিয়েছিল৷ তবে এর মাধ্যমে আসল উদ্দেশ্য সফল হবে না বলে উল্লেখ করেছেন তিনি৷ ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলায় জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন৷ তাঁর মতে এই সংকট সমাধানের একমাত্র উপায় হলো আলোচনায় বসা৷ উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধের বিষয়ে ছয় জাতি আলোচনার ইঙ্গিত দিয়েছেন তিনি৷ সোমবার আসিয়ান দেশগুলোর অংশগ্রহণে ম্যানিলায় বার্ষিক নিরাপত্তা ফোরাম শুরু হতে যাচ্ছে৷ এই উপলক্ষ্যে এই ছয় জাতি, অর্থাৎ চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বাকি দেশগুলোর প্রতিনিধিরা এখন ম্যানিলায় অবস্থান করছেন৷ তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মুখপাত্র জানিয়েছেন ম্যানিলায় এ প্রসঙ্গে কোনো বৈঠকে বসতে রাজি নন তিনি৷



এ যাবৎকালের কঠোর নিষেধাজ্ঞা

গত মাসে দু'টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ৷ শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটে প্রতিবেশী দেশগুলোসহ সব পক্ষ সর্বসম্মতভাবে যুক্তরাষ্ট্রের তৈরি করা নিষেধাজ্ঞা প্রস্তাবটির পক্ষে সমর্থন জানায়৷ নতুন এই অবরোধের কারণে উত্তর কোরিয়ার বার্ষিক ৩০০ কোটি ডলার রপ্তানির এক-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ প্রস্তাবে দেশটির কয়লা, লোহা, লোহার আকরিক, সিসা, সিসার আকরিক এবং সি-ফুড রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে৷

প্রস্তাবটি গৃহীত হওয়ার পর জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি পরিষদকে বলেছেন, ‘‘উত্তর কোরিয়া এখনো আমাদের জন্য হুমকি, উত্তরোত্তর এটি আরো বিপজ্জনক হয়ে উঠছে৷'' এ বিষয়ে আরও পদক্ষেপ নেয়া উচিত বলে মনে করেন তিনি৷

এদিকে, উত্তর কোরিয়ারা বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব নিরাপত্তা পরিষদে গৃহীত হওয়ার পর শনিবার এক টুইটার বার্তায় এর প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

তিনি লিখেছেন, ‘‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার বিরুদ্ধে অবরোধের পক্ষে এই মাত্র ১৫-০ ভোট দিয়েছে৷ চীন ও রাশিয়াও আমাদের সঙ্গে ভোট দিয়েছে৷ এটা অনেক বড় অর্থনৈতিক আঘাত!’’

এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য