1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুঁজিবাজারে ধস: অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি

২২ জানুয়ারি ২০১১

সার্কিট ব্রেকার চালুর পরও ব্যাপক দরপতনের কারণে দু’সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার ৪র্থ বারের মত পুঁজিবাজারের লেনদেন বন্ধ করে দেওয়া হয়৷ প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ-ভাঙচুর করেছে বিনিয়োগকারীরা৷

https://p.dw.com/p/1010D
বাংলাদেশে, অস্থিরতা, শেয়ারবাজার, পুঁজিবাজার, ব্রোকারেজ, বিক্ষোভ, ভাঙচুর, সংঘর্ষ, লেনদেন
রোববার বন্ধ শেয়ারজারের লেনদেনছবি: DW

পুঁজিবাজারের ধসের জন্য অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এমপি৷ তিনি বলেছেন ভুল স্বীকারই যথেষ্ট নয়,দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে৷

পুঁজিবাজারে ধসের জন্য অর্থমন্ত্রী নিজের আর নিয়ন্ত্রক সংস্থা এসইসি’র ভুলের কথা স্বীকার করেন শুক্রবার৷ আর সে বক্তব্য ধরেই বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পদত্যাগ দাবি করলেন শনিবার৷ তিনি ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, পুঁজিবাজারের ৯ হাজার কোটি টাকা লোপাটের সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি দেতে হবে৷অর্থমন্ত্রীর স্বীকারোক্তিতেই স্পষ্ট হয়েছে কারা দায়ী৷ তিনি বলেন, অর্থমন্ত্রীর সঙ্গে এসইসির চেয়ারম্যানকেও পদত্যাগ করতে হবে৷

ব্যারিস্টার মওদুদ দুর্নীতি দমন কমিশনের নীরবতারও সমালোচনা করেন৷ তিনি বলেন এতবড় আর্থিক কেলেঙ্কারীর পরও দুর্নীতি দমন কমিশনের কোন ভূমিকা দেখা যাচ্ছেনা৷ তারা কোন ব্যবস্থা না নিলে প্রমাণ হবে তারা নিজেদের স্বাধীন দাবি করলেও গত দু’বছরে কমিশন রাজনেতিক অ্যাজেন্ডা বাস্তবায়ন ছাড়া আর কোন কাজ করেনি৷

ব্যারিস্টার মওদুদ বলেন, ১৯৯৬ সালেও আওয়ামী লীগ সরকারের সময় পুঁজি বাজার থেকে অর্থ লোপাট হয়েছে৷ সেই চক্র এখনো সক্রিয়৷ তারা রাজনৈতিক মদদে পুঁজি বাজার ধ্বংস করছে৷

প্রতিবেদন :হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়