1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুঁজিবাজারে ১৫ হাজার কোটি টাকার কারসাজি

২৪ জানুয়ারি ২০১১

পুঁজিবাজারে কারসাজির মাধ্যমে অল্প সময়ে ১৫ হাজার কোটি টাকা বাজার থেকে নিয়ে গেছে একটি চক্র৷ এ তথ্য ডয়চে ভেলেকে জানিয়েছেন কৃষি ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহীম খালেদ৷

https://p.dw.com/p/101QK
ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের সামনে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরাছবি: DW

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শেয়ার বাজারের কারসাজি তদন্তে কমিটি গঠনের ঘোষণা দিলেও তাঁর মতে সামান্য টাকাই বাজার থেকে সরাতে পেরেছে দু'একটি প্রতিষ্ঠান৷ কিন্তু পুঁজিবাজার বিশেষজ্ঞ খন্দকার ইব্রাহীম খালেদ মনে করেন, সাধারণ হিসেবেই দেখা যায় অল্পসময়ে অসাধু চক্র ১২ থেকে ১৫ হাজার কোটি টাকা নিয়ে গেছে৷

তিনি জানান, ১৯৯৬ সালে শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনায় মোট ১৫টি মামলা হয়েছিল৷ আসামি করা হয়েছিল ১৫টি প্রতিষ্ঠানের ৩৬ জনকে৷ তাদের মধ্যে সালমান এফ রহমানসহ আরো কয়েকজন রয়েছেন৷ তবে মামলাগুলো ঝুলে থাকায় এখনো অপরাধ প্রমাণিত হয়নি৷ তিনি জানান, এবার যারা বাজারে কারসাজি করেছে তাদের সংখ্যা বেশি৷ এর মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপি দু'দলের লোকই রয়েছে৷ তাঁর ধারণা, ১৯৯৬ সালের অনেকেই এখনকার কারসাজির সঙ্গে রয়েছে৷

খন্দকার ইব্রাহীম খালেদ জানান, এবার সরকার আন্তরিক হলে অপরাধীদের সহজেই চিহ্নিত করতে পারে৷ কারণ এখন লেন-দেন হচ্ছে অনলাইনে এবং একাউন্টের মাধ্যমে৷ তিনি বলেন, অপরাধীরা যদি শাসকের চেয়ে বেশি প্রভাবশালী হয় তাহলে হতাশ হতে হয়৷ তবে তিনি দেখতে চান দুর্বৃত্তরা কখনোই সরকারের চেয়ে বেশি শক্তিশালী নয়৷

উল্লেখ্য, মঙ্গলবার থেকে শেয়ার বজারের লেন-দেন শুরু হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই