1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুঁজিবাজার ধসের সঙ্গে জড়িতরা অনেক শক্তিশালী

২৬ জানুয়ারি ২০১১

শেয়ার কেলেঙ্কারি তদন্ত কমিটি’র প্রধান খন্দকার ইব্রাহীম খালেদ বলেছেন পুঁজিবাজার ধসের সঙ্গে জড়িতরা অনেক শক্তিশালী৷ কিন্তু তারা যতই শক্তিশালী হোক তাদের চিহ্নিত করা হবে৷

https://p.dw.com/p/105YR
ঢাকার শেয়ার বাজারছবি: DW

ইব্রাহীম খালেদ বলেন প্রভাবশালীদের বিরুদ্ধে এই তদন্ত একটি কঠিন কাজ৷ ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারি মামলা সচল করতে গিয়ে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের এক সদস্যকে চলে যেতে হয়েছে প্রভাবশালীদের কারণে৷ কিন্তু সাধারণ মানুষ যখন সজাগ থাকে তখন প্রভাশালীরাও চুপ মেরে যেতে বাধ্য হয়৷ তিনি তাঁর ব্যাংকার জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, এই প্রভাশালীরা তাঁকে অতীতে কম জ্বালায়নি৷ আর তিনিও তাদের কম শায়েস্তা করেননি৷ এবারও তাদের চিহ্নিত করা হবে৷

তাঁর মতে, এবার তদন্তের বড় সুবিধা হল সিডিবিএল বা কেন্দ্রীয় তথ্য ভান্ডার৷ কম্পিউটার নিয়ন্ত্রিত এই তথ্য ভান্ডার থেকে লেনদেনের চিত্র পাওয়া যাবে৷ তবুও তদন্ত কমিটি সাধারন বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সবার কাছ থেকে তথ্য নেবে৷ কেউ নাম প্রকাশ না করে তথ্য দিতে চাইলেও নেওয়া হবে৷ পরে তা যাচাই বাছাই করা হবে৷

তদন্ত কমিটির অন্য দু'জন সদস্য নিয়োগ প্রক্রিয়া চলছে৷ ইব্রাহীম খালেদ জানান, শেয়ারবাজারের সঙ্গে কোনভাবে জড়িত কাউকে কমিটির সদস্য করা হবেনা৷ এদিকে, বুধবার শেয়ারবাজার পরিস্থিতি স্বাভাবিক ছিল৷ বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসছে৷ তাঁরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়