1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুটিন প্রসঙ্গে ট্রাম্প

১২ জানুয়ারি ২০১৭

গত ৬ মাসের মধ্যে প্রথম সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বললেন মার্কিন নির্বাচনে হ্যাকিং-এর পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে তাঁর বিশ্বাস৷ এছাড়া নিজের ব্যবসার ভার দুই ছেলের হাতে দিয়ে তিনি সন্তুষ্ট বলে জানালেন৷

https://p.dw.com/p/2VgQE
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্পছবি: Getty Images/AFP/T. A. Clary

রাশিয়ার সঙ্গে সম্পর্ক

সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, হ্যাকিং সংক্রান্ত অনেক কেলেঙ্কারিতে রাশিয়ার জড়িত থাকার কথা শোনা যাচ্ছে, এ ব্যাপারে ট্রাম্পের মত কী? এর জবাবে বুধবারের ঐ সংবাদ সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তাঁর বিশ্বাস মার্কিন নির্বাচনে হ্যাকিং এর পেছনে রাশিয়ার হাত রয়েছে৷ তবেও এটাও বলেন, রাশিয়া ছাড়া অন্য অনেক দেশ এই হ্যাকিং এ জড়িত৷ ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন যদি তাকে পছন্দ করে তবে তা যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক৷ বলেন, ‘‘যদি পুটিন ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করে, সেটাকে আমি সম্পদ বলে মনে করি, কেননা রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্কটা ভয়াবহ৷''

গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে দ্বন্দ্ব

প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের মাত্র নয়দিন আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে দ্বন্দ্ব আরো বাড়িয়ে তুললেন ট্রাম্প৷ তিনি অভিযোগ করে বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর কাজ নাৎসি জার্মানির কথা মনে করিয়ে দেয়৷''

ট্রাম্প বলেন, ‘‘গোয়েন্দা সংস্থাগুলো থেকে ফাঁস হওয়া তথ্য নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু গণমাধ্যম অপ্রমাণিত অভিযোগ নিয়ে প্রতিবেদন করেছে৷ এ সব প্রতিবেদনে বলা হয়েছে, তিনি রাশিয়ার ফাঁদে পা দিয়েছেন৷'' রাশিয়ার কাছে তাঁর জন্য নাজুক ও স্পর্শকাতর তথ্য আছে – সিএনএনসহ কয়েকটি মার্কিন গণমাধ্যমে প্রকাশ করা এ রকম খবরের তীব্র নিন্দা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘‘আমি মনে করি এটা মর্যাদাহানিকর, যে কোনো ভুয়া ও জাল তথ্য গোয়েন্দা সংস্থাগুলোর প্রকাশ করাটা মর্যাদাহানিকর৷''

ব্যবসার ভার

নিউ ইয়র্ক-এর ট্রাম্প টাওয়ারে অনুষ্ঠিত ঐ সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা দেন, তাঁর ব্যবসার ভার হস্তান্তর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে৷ তাঁর বড় দুই ছেলে এসব দায়-দায়িত্ব ভালোভাবে বুঝে নিয়েছে৷ এর আগে, সরকারের নীতিনির্ধারক বিশেষজ্ঞ ট্রাম্পকে তাঁর সব সম্পদ বিক্রি করে সব ক্যাশ ব্লাইন্ড ট্রাস্টে জমা করার কথা বলেছিলেন, যেমনটি করেছিলেন আগের প্রেসিডেন্টরা৷ কিন্তু ট্রাম্প সে পথে হাঁটছেন না৷

ট্রাম্প দাবি করেন, ইচ্ছে করলে তিনি ব্যবসা এবং সরকার একই সাথে চালাতে পারবেন৷ তিনি উল্লেখ করেন, সম্প্রতি দুবাইয়ের সঙ্গে ২০০ কোটি মার্কিন ডলারের একটি চুক্তি বাতিল করেছেন৷ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এ থেকেই বুঝতে হবে সিদ্ধান্ত নেয়ায় আমার কোনো সমস্যাই হচ্ছে না৷ কেননা এখন আমি প্রেসিডেন্ট৷''

মেক্সিকো সীমান্তে দেয়াল

আবারও মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার ব্যাপারে তাঁর আগ্রহের কথা জানান ট্রাম্প৷ তিনি জানান কংগ্রেস এই দেয়াল নির্মাণের অর্থ দেবে৷ তবে পরে মেক্সিকোকেই এই অর্থ দিতে বাধ্য করা হবে ট্যাক্সের মাধ্যমে৷ ট্রাম্পের এই সংবাদ সম্মেলনের পর মেক্সিকান পেসো-র দাম পড়ে গেছে ০ দশমিক ৯ ভাগ৷

ট্রাম্প ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন৷

এপিবি/ডিজি (এপি,এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য