1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুড়ছে গাজা, মরছে নারী-শিশু

১৪ জুলাই ২০১৪

ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ১৭২-এ দাঁড়িয়েছে৷ নিহতের মধ্যে ৩০ ভাগই নারী ও শিশু৷ গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সাতদিনের এই সহিংসতা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না তাঁরা৷

https://p.dw.com/p/1CcX6
Frau mit Kind vor Rauch im Gaza-Streifen
ছবি: Getty Images

ইসরায়েলের বিমান এবং নৌবাহিনীর যুদ্ধজাহাজ গাজার ২০৪টি স্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে৷ রোববার রাতভর এই অভিযান চলেছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী৷ গত দুই বছরের মধ্যে দু'পক্ষের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতা বলা হচ্ছে এটাকে৷ অন্যদিকে, ফিলিস্তিনের হামাস গোষ্ঠী ইসরায়েলে ২০টি রকেট হামলা চালালেও এতে কেউ হতাহত হয়নি৷

হামাস নেতা ইজ্জত আল-রেসিক স্থানীয় এক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘‘ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই ভয়ংকর যুদ্ধ শুরু করেছেন এবং তারই উচিত এটা শেষ করা৷''

ইসরায়েল জানিয়েছে, গাজার একটি ড্রোন তারা ভূপাতিত করেছে৷ রোববার ভোরে ইসরায়েলি বিমান হামলায় গাজায় তিন বছর বয়েসি একটি মেয়েশিশু মারা গেছে৷ এরও কয়েক ঘণ্টা আগে গাজার পুলিশ প্রধানের বাসভবন লক্ষ্য করে চালানো বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয় বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে৷ নিহতদের বেশিরভাগই সাধারণ নাগরিক বলে জানিয়েছেন তাঁরা৷

এরই মধ্যে গাজায় কমান্ডো অভিযানও শুরু করেছে ইসরায়েল৷ হামাস যোদ্ধাদের সঙ্গে রোববার সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েলের নৌ কমান্ডোরা৷ গাজায় ইসরায়েলের ছয় দিনব্যাপী বিমান হামলার মধ্যে এটিই সেখানে প্রথম স্থল হামলা বলে মনে করা হচ্ছে৷

আরব লিগের বৈঠক

এই সংকট নিরসনে সোমবার রাতে কায়রোতে বৈঠকে বসার কথা আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের৷ আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত চাপের কারণে সহিংসতা বন্ধে আলোচনায় বসতে সম্মত হয়েছেন এই নেতারা৷

পালাচ্ছে মানুষ

জাতিসংঘ জানিয়েছে, দু'পক্ষের সংঘর্ষ শুরুর পর অন্তত ৭০ হাজার মানুষ গাজা ছেড়ে অন্যত্র চলে গেছে৷ সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১,২৩০ জন৷ গাজাভিত্তিক একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, গাজার ৮৬৯টি বাড়ি ইসরায়েলের হামলায় বিধ্বস্ত হয়েছে৷

ঘটনার শুরু তিন ইসরায়েলি কিশোরকে অপহরণ ও নিহতের ঘটনার জের ধরে৷ ঐ তিন কিশোরকে অপহরণ ও নিহতের জন্য হামাসকে দায়ী করে ইসরায়েল৷ পরে সন্দেহভাজনদের ধরতে গাজায় সাঁড়াশি অভিযান চালায় ইসরায়েলি পুলিশ৷ হামাস যোদ্ধা সন্দেহে গাজার শতাধিক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়৷ পরে এক ফিলিস্তিনি কিশোরকে পুড়িয়ে মারার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে৷ গাজা থেকে রকেট হামলা চালানো হচ্ছে অভিযোগ তুলে সেখানে বিমান হামলা শুরু করে ইসরায়েল৷

এপিবি/জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য