1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুতুল খেলার ইতিকথা

১২ মার্চ ২০১১

একটি নতুন ধাঁচের বার্বি পুতুল এ’মাসেই আসছে ভারতের বাজারে৷ দেখলেই বোঝা যাবে কার ধাঁচে: কাটরিনা কাইফ’এর ধাঁচে৷

https://p.dw.com/p/10XwQ
ছবি: AP

আধুনিক যুগে ফিল্ম জগতের তারকারা তো নিজেরাই এক ধরণের অবতার ৷ কিন্তু অবতারেরও অবতার হয়৷ যেমন হচ্ছে কাটরিনা কাইফ'এর সর্বাধুনিক বার্বি অবতার৷ এই প্রথম একজন বলিউড অভিনেত্রীর আদলে মার্কিন ম্যাটেল কোম্পানির সুবিখ্যাত বার্বি ডলটি তৈরি হল৷ ২০০৯ সালে বার্বি পুতুলের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে যে উৎসব-অনুষ্ঠান হয়, তাতে কাটরিনা'কে দেখা গিয়েছিল বার্বির সাজে৷

‘কাটস' স্বয়ং তাঁর মেয়েবেলায় বার্বি পুতুল নিয়ে খেলছেন৷ বলতে কি, ঐ বার্বির কাছ থেকেই তাঁর সাজগোজ আর ফ্যাশনের শিক্ষা৷ এখন নিজেই বার্বি পুতুল হতে পেরে তিনি রোমাঞ্চিত! এই হল আধুনিক যুগের রূপকথা৷

Spielwaren Messe Barbie
ছবি: AP

মনে করে দেখুন, এককালে মেয়েরা রাজকন্যে হয়ে রাজপুত্তুরকে বিয়ে করার স্বপ্ন দেখতো৷ এখন তারা বার্বি হবার স্বপ্ন দেখে৷ আর বার্বির তো বিয়ে-থা'র কোনো বালাই নেই৷ পুরুষবন্ধু বলতে এক কেন্, তার সঙ্গেও বছর পাঁচেক আগে ছাড়াছাড়ি হয়ে গেছে৷ অবশ্য কিছুদিন আগে ম্যাটেল এক অনলাইন সমীক্ষায় জানতে চেয়েছিল, বার্বি এবং কেন্ আবার একত্রিত হবে কিনা৷ কাজেই রাজকন্যে হয়ে রাজপুত্তুরকে বিয়ে করা, ও'সব হল' গে মান্ধাতার আমলের স্বপ্ন৷

ঠিক কি তাই? এই তো, কেট মিডলটন তাঁর স্বপ্নের রাজপুত্র প্রিন্স উইলিয়াম'কে বিয়ে করতে চলেছেন৷ তাঁর স্বপ্ন বাস্তব হচ্ছে৷ কিন্তু বাস্তবকেও আবার স্বপ্ন হতে হচ্ছে৷ তাই যুক্তরাজ্যের বাজারে কেট মিডলটন পুতুল বেরিয়েছে৷ ঠিক সেইরকম বাদামি চুল আর নীল সিল্কের ড্রেস৷ দামও রাজকীয়: প্রায় দু'শো ডলার৷

সবশেষে শুধু একটাই প্রশ্ন থেকে যাচ্ছে: জীবনটা পুতুল খেলা, না পুতুল নাচ? আর কে কা'কে নাচাচ্ছে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়