1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুরুষদের তুলে ছুঁড়ে ফেলেন অ্যামাজন ইভ

১ জানুয়ারি ২০১১

লম্বায় তিনি ছয় ফুট আট ইঞ্চি, আর জুতার সাইজ ১৪৷ বলছিলাম বিশ্বের সবচেয়ে লম্বা নারী মডেল অ্যামাজন ইভ এর কথা৷

https://p.dw.com/p/zs9A
না, ইনি অ্যামাজন ইভ নন৷ তবে ছবির এই মডেলের মত ইভ-ও একজন মডেলছবি: picture-alliance/ dpa

যেখানেই তিনি যান, সেখানেই লোকজন তাঁর দিকে তাকিয়ে থাকে৷ হায় খোদা, এত লম্বা মেয়েও হয়৷ কিন্তু অ্যামাজন ইভ এর এসব গা সওয়া হয়ে গেছে৷ এক সাক্ষাতকারে তিনি বলেন, আমি জানি যে লোকজন পেছন থেকে আমার দিকে তাকিয়ে থাকে৷ কিন্তু আমি কিছু মনে করি না৷ ইভ জানান, কেবল তিনি নন, তাঁর পরিবারের সব মেয়েই অনেক লম্বা৷

মডেলিং এর পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করেছেন ডাচ ও জার্মান বংশোদ্ভুত অ্যামাজন ইভ৷ এত লম্বা হয়েও ইতিমধ্যে বিকিনির মডেলও হয়েছেন৷ তবে সমস্যা বাধে যখন তিনি জামা কাপড় কিনতে বের হন৷ কোন দোকানের জামা কিংবা জুতা তাঁর পায়ে লাগে না৷ জামা কাপড় কেনার জন্যই তাঁকে ঘুরতে হয় এক দেশ থেকে আরেক দেশে৷

মডেলিং এর আগে আইন পেশায় ছিলেন অ্যামাজন ইভ৷ তবে পরবর্তীতে তা ছেড়ে দেন৷ চেয়েছিলেন সিনেমায় অভিনয় করতে৷ কিন্তু অতিরিক্ত লম্বা হওয়ার কারণে কোন নায়কই পান না তিনি৷ তাই সাধারণত সিনেমায় ভিনগ্রহবাসী কিংবা ডাইনির চরিত্রে অভিনয় করতে হয় তাকে৷

এত বিশাল আকারকে তাই ভিন্নভাবে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন অ্যামাজন ইভ৷ মাঝে মধ্যেই তাঁকে দেখা যায় পুরুষদের সঙ্গে কুস্তি লড়তে৷ ঘন্টায় ৪০০ ডলারের বিনিময়ে এই কাজটি করেন তিনি৷ তবে লোকজন অপেক্ষা করে কখন অ্যামাজন প্রতিদ্বন্দ্বী পুরুষটিকে তুলে ধরে ছুঁড়ে ফেলবে৷ বিশ্বাস হয় না? প্রায়ই এই কাজটি করে থাকেন অ্যামাজন ইভ৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক