1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুরো পাকিস্তান দলকে শাস্তি দেয়াটা অন্যায়: পন্টিং

৮ সেপ্টেম্বর ২০১০

ইংল্যান্ডের লর্ডস’এ অনুষ্ঠিত টেস্টের সময় ঘুস কেলেঙ্কারির ঘটনায় পাকিস্তানের পুরো দলকে বহিষ্কার না করার জন্যে ক্রিকেটের নেতৃস্থানীয় ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট ক্যাপ্টেন রিকি পন্টিং৷

https://p.dw.com/p/P6yW
রিকি পন্টিংছবি: AP

বুধবার তিনি এই আহ্বান জানিয়ে বলেন, ঘুস কেলেঙ্কারির অভিযোগে পুরো দলকে শাস্তি দেয়াটা অন্যায় হবে৷ এই অভিযোগে ইতোমধ্যেই পাকিস্তানের ক্যাপ্টেন সলমন বাট, দু'জন ফাস্ট বোলার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে বরখাস্ত করা হয়েছে৷

পন্টিং, ফক্স স্পোর্টসকে বলেন, ‘‘আমার মনে হয় পুরো দলকে বহিষ্কার করা সম্ভবত অন্যায় হবে৷ এবং এই ধরনের কিছু হোক বিশ্ব ক্রিকেটও এমনটা চাই না৷''

এদিকে পাকিস্তানের সাবেক কোচ জিওফ লসন বলেছেন, ভারতে অস্ট্রেলিয়ার আসন্ন সফরে ঘুস কেলেঙ্কারির ঘটনার একটা ছোঁয়া থাকবে এবং এই বিতর্কটি ক্রিকেটকে গ্রাস করবে৷ লসন ২০০৭ এবং ২০০৮ সালে পাকিস্তানের কোচ ছিলেন৷ তিনি বলেন, এই ঘুস কেলেঙ্কারির পরে, ক্রিকেট ভক্তদের বিশ্বাস ফিরিয়ে আনতে, কতোগুলো আকর্ষণীয় ম্যাচের আয়োজন করা দরকার৷

মুম্বইয়ে মঙ্গলবার বিকেলে লসন সাংবাদিকদের বলেন, ‘‘ক্রিকেট অত্যন্ত সম্ভবনাপূর্ন একটি খেলা৷ মানুষের বিশ্বাস ফেরানোর জন্যে যা করা দরকার তা হচ্ছে, অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ও কঠোর টেস্ট ক্রিকেটের আয়োজন করা৷ এবং এই খেলাগুলো চলতে থাকবে৷'' তিনি বলেন, আগামী মাসে ভারতের সঙ্গে দুটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া৷ যার মধ্যে তিনটি একদিনের আন্তর্জাতিক থাকবে৷ লসন বলেন, এই ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ৷ অস্ট্রেলিয়ার জনগণও এই ম্যাচের দিকে তাকিয়ে আছে৷

তিনি বলেন, খেলোয়াড়রা যদি ভালো খেলে, এবং মানুষ যদি ভালো খেলা দেখে, তবে অতীতে কী হয়েছে তা তারা ভুলে যাবে৷ তাদের হিরোরা ভালো খেলছে, জনগণ সেটাই দেখতে চায়৷ লসন বলেন, তবে এই বিতর্কে কোন হিরো নেই৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন