1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশি সেবা এবার অ্যাপে

জাহিদুল হক২৬ এপ্রিল ২০১৪

ঢাকায় বসবাসকারীদের মধ্যে যাঁদের ‘অ্যান্ড্রয়েড’ নির্ভর স্মার্টফোন আছে, তাঁদের কাছে সহজে সেবা পৌঁছে দিতে একটি অ্যাপ চালু করেছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি৷ ইতিমধ্যেই অ্যাপটির রেটিং বেশ ভাল অবস্থায় পৌঁছে গেছে৷

https://p.dw.com/p/1BoFd
ছবি: Google play

এর মাধ্যমে ডিএমপির আওতাধীন থানাগুলোর ওসি এবং কর্তব্যরত অন্যান্য কর্মকর্তার ফোন নম্বর, ঐ সব থানার ঠিকানা ও সেখানে যাওয়ার পথনির্দেশিকা জানা যায়৷ রক্তের প্রয়োজন হলে পাওয়া যায় ডিএমপি ব্লাড ব্যাংকের তথ্য৷ ট্রাফিক এবং নারী-সহায়তা বিভাগের বিভিন্ন সেবাও পাওয়া যাচ্ছে একইভাবে৷

এছাড়া রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সেটা ডিএমপির হটলাইনে জানানোর জন্য অ্যাপটিতে রয়েছে একটি ‘কুইক কন্টাক্ট বাটন'৷

এই অ্যাপ সম্পর্কে জানাতে ফেসবুকে একটি পেজ খোলা হয়েছে৷ সেখানে একটি স্ট্যাটাসে বলা হয়েছে, ‘‘ডিএমপি অ্যাপটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল সেবাকে এক ফ্রেমে নিয়ে আসার চেষ্টা করেছে৷ এটা আপনাকে কোনো সেবা দেবে না, শুধুমাত্র সেবা নেয়ার পথ দেখাবে৷ এটি একটি ইমারজেন্সি অ্যাপ, যা হয়ত আপনার প্রতিদিন কাজে লাগবে না, কিন্তু এমন একসময় কাজে লাগতে পারে, যা হয়ত এখন আপনার কল্পনায়ও আসছে না৷''

ফেসবুক পেজের পক্ষ থেকে অ্যাপটির ব্যবহার শুরুর আগে এর ‘ইউজার গাইড' অংশটি পড়ে নিতে অনুরোধ করা হয়েছে৷ প্রয়োজনে ইউটিউবের একটি ভিডিও দেখতে বলা হয়েছে৷

এদিকে, এই স্ট্যাটাসের নীচে মন্তব্যের ঘরে রোকন শাহরিয়ার লিখেছেন, ‘‘এখন কথা হলো, অ্যাপ তো আর নিরাপত্তা দেবে না৷ ফোন নম্বরগুলো যাঁদের হাতে তাঁরা কি ধরবেন?''

অ্যাপটি যেখান থেকে ডাউনলোড করা যাচ্ছে সেই গুগল প্লে স্টোরে গিয়ে দেখা গেল, অ্যাপটির রেটিং বর্তমানে ৫'এ ৪.৬৷

উইন্ডোজ আর আইফোন ব্যবহারকারীদের জন্যও এই অ্যাপ ডেভেলপের কাজ চলছে বলে জানা গেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য