1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পেশওয়ারে বন্দুকযুদ্ধে পুলিশসহ ৪ জন নিহত

১১ এপ্রিল ২০১১

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর পেশওয়ারে সোমবার ভোরের আগে জঙ্গি ও পুলিশের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধে তিন জন জঙ্গি ও এক জন পুলিশে নিহত হয়েছে৷ পুলিশ সূত্রে এই খবর দেওয়া হয়েছে৷

https://p.dw.com/p/10rAa
গত বছর পেশাওয়ারে মার্কিন কনস্যুলেটে হামলা চালানো হয়ছবি: Faridullah Khan

২০০৭ সালে সরকারি সৈন্যরা চরমপন্থীদের আস্তানা হিসেবে পরিচিত একটি ইসলামাবাদের একটি মসজিদ নিজেদের দখলে নেবার পরে উত্তর পশ্চিমাঞ্চলের তালেবান এবং ইসলামী জঙ্গিদের হামলায় এই পর্যন্ত চার হাজার ২শ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে৷

পুলিশ জানিয়েছে, অত্যন্ত সমৃদ্ধ শহরতলী হিসেবে পরিচিত হায়াতাবাদে পাঁচজন জঙ্গীর একটি দল ছোট মেশিনগান এবং কালাশনিকভ রাইফেল নিয়ে একটি পুলিশ টহল দলের ওপরে হামলা করলে ঐ বন্দুকযুদ্ধ শুরু হয়৷ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা শফিউল্লাহ খান জানিয়েছেন, ‘‘গুলি বিনিময়ের সময়ে ৩ জন জঙ্গি নিহত হয়৷ আমরাও আমাদের একজন পুলিশ সদস্যকে হারিয়েছি৷'' তিনি আরো বলেন, ‘‘দুই জন জঙ্গি পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷'' তিনি জানান, ঘটনাস্থল থেকে পাঁচটি গ্রেনেড, দুইটি কালাশনিকভ, দুইটি ছোট মেশিনগান এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে৷

মোহাম্মদ ইজাজ খান নামের আরেকজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাও ঘটনা এবং হতাহাতের খবর নিশ্চিত করেছেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম