1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোকার উপদ্রবে চাষি যখন নাজেহাল

২৮ এপ্রিল ২০১৭

বহু বছর ধরে তিলে তিলে চাষের জমি ফসলের উপযুক্ত করে তুলতে হয়৷ কিন্তু সেই ফসল যদি পোকার উৎপাতে নষ্ট হয়ে যায়, চাষির মাথায় হাত পড়ে৷ কীটনাশকই তখন একমাত্র ভরসা৷ তাতেও কাজ না হলে ভেঙে পড়েন তিনি৷

https://p.dw.com/p/2c6UL