1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পৌর নির্বাচনে সেনা মোতায়েন চায় বিএনপি

৭ ডিসেম্বর ২০১০

আসন্ন পৌর নির্বাচনে প্রশাসনের ওপর ক্ষমতাসীন দলের প্রভাব মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি৷ এর পাশাপাশি সিটি কর্পোরেশন নির্বাচন না হওয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তারা৷

https://p.dw.com/p/QRB6
ছবি: Mustafiz Mamun

প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদার সঙ্গে দেখা করার পর বিএনপির প্রতিনিধি দলের নেতা এমকে আনোয়ার সাংবাদিকদের জানান, ইতিমধ্যেই প্রশাসনের ওপর সরকারি দলের প্রভাবের কথা শোনা যাচ্ছে৷ এই অবস্থায় পৌর নির্বাচনে স্থানীয় প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করতে পারবেনা তাই তারা সেনা মোতায়েনের দাবী জানিয়েছেন৷

তিনি বলেন, পৌর নির্বাচনে আওয়ামী লীগ জোটগতভাবে প্রার্থী দেয়ার যে ঘোষনা দিয়েছে তা আইনের লংঘন৷ কারন এই নির্বাচনে দলীয় বা জোটগতভাবে প্রার্থী দেয়ার সুযোগ নেই৷ এটি নির্দলীয় নির্বাচন৷ বিএনপি এই নির্বাচনে নির্দলীয়ভাবেই অংশ নেবে৷ পৌর নির্বাচনে একজন নিরপেক্ষ আপিল কর্মকর্তা নিয়োগেরও দাবী জানান তিনি৷

উল্লেখ্য, আগামী জানুয়ারি মাসে চার দফায় ২৬৯টি পৌর এলাকার নির্বাচন অনুষ্ঠিত হবে৷

এমকে আনোয়ার ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়েও কথা বলেন৷ তিনি বলেন পাঁচ বছর মেয়াদ পার হয়ে আট বছরেও ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছেনা৷ সরকার যতক্ষন না তাদের জয়ের ব্যাপারে নিশ্চিত হবে ততক্ষন তারা নির্বাচন দেবেনা৷ এতে গনতান্ত্রিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়৷ তিনি এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকার ব্যাখ্যাও দাবি করেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম