1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পৌর নির্বাচন: ঘুরে দাড়াল বিএনপি

১৯ জানুয়ারি ২০১১

পৌর নির্বাচনে মূলত আওয়ামী লীগ ও বিএনপি হাড্ডা-হাড্ডি লড়াই করছে৷ তবে গত জাতীয় নির্বাচনের তুলনায় বিএনপি তার অবস্থান সংহত করেছে৷ আর আওয়ামী লীগ চেষ্টা করেছে তাদের অবস্থান ধরে রাখতে৷

https://p.dw.com/p/zzQR
আসল জরিপ হল ভোট (ফাইল ফটো)ছবি: Mustafiz Mamun

মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫৮টি পৌরসভার নির্বাচনে ৫৪টির ফলাফলে বিএনপি এগিয়ে আছে৷ বিএনপির প্রার্থীরা মেয়রপদে ২৫টি পৌরসভায় জয়ী হয়েছে৷ আর আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছে ২১টি পৌরসভায়৷ নির্বাচনে কারচুপি ও ভোটকেন্দ্র দখলের অভিযোগে বুধবার বৃহত্তর নোয়াখালী এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি৷

দেশের ৭টি বিভাগের ২৩৬টি পৌরসভার নির্বাচনের ফলাফলে এককভাবে বিএনপি সর্বোচ্চ ৯২ এবং বিদ্রোহী মিলিয়ে ১০৩টি পৌরসভায় মেয়রপদে জয়ী হয়েছে৷ আর আওয়ামী লীগ এককভাবে ৮৮ এবং বিদ্রোহী মিলিয়ে ১১০ পৌরসভার মেয়র পদে বিজয়ী হয়েছে৷ স্বতন্ত্রসহ অন্যান্যরা জয়ী হয়েছেন ২৩ পৌরসভায়৷

এই পৌর নির্বাচন সরকারের জন্য একটি সিগন্যাল বলে মনে করেন বিশ্লেষকরা৷ রাজনীতির বিশ্লেষক ড. আসিফ নজরুল জানান, নির্বাচনকে সরকার যদি মধ্যবর্তী নির্বাচনের মত বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঠিক করে তাহলে শাসক দল আওয়ামী লীগ এবং সরকার উভয়ের জন্য মঙ্গল৷ কারণ আর কেউ নয়, সাধারণ মানুষ সরকারকে তাদের মনোভাব জানিয়েছে৷ তিনি বলেন, এই নির্বাচনে দু'একটি ঘটনা বাদ দিলে নির্বাচন কমিশন তার দক্ষতা ও নিরপেক্ষতার পরিচয় দিয়েছে৷ আইন-শৃংখলা বাহিনীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসার দাবী রাখে বলে তিনি মত দিয়েছেন৷

অন্যদিকে সরকারের মধ্যবর্তী সময়ে এই হোঁচট স্বাভাবিক বলে মনে করেন আওয়ামী লীগ নেতা এবং বিশ্লেষক সুভাষ সিংহ রায়৷ তাঁর মতে সরকারের সব উদ্যোগের ফল এখনো দৃশ্যমান নয়৷ এর জন্য সময় লাগবে৷ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে তাঁর দেয়া ভাষণে এ বিষয়টি স্পষ্ট করেছেন৷ সুভাষ সিংহ রায়ের মতে সরকারের সব পদক্ষেপের ফলাফল যখন দৃশ্যমান হবে তখনই সরকারের সাফল্য বোঝা যাবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী