1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেত্রকোণায় গারো পাহাড়ের কোলে চিত্রশিল্পীদের অপরূপ হাট বসে৷

১৯ নভেম্বর ২০১৫

নেত্রকোণার দূর্গাপুরে গারো পাহাড়ের কোলে চিত্র শিল্পীদের এক অপরূপ হাট বসে৷ তরুণ এক-একজন আঁকিয়ে সোমেশ্বর নদীর তীরে বসে এঁকে ফেলেন ১০ থেকে ২০টি করে ছবি৷ প্রকৃতির সৌন্দর্যকে জল রং আর স্কেচের মাধ্যমে তুলে ধরাই তাঁদের প্রধান উদ্দেশ্য৷

https://p.dw.com/p/1H96H