1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতারণা, হত্যার পর ফেসবুকে ‘আতঙ্ক বোতাম’-এর দাবি

১৯ মার্চ ২০১০

ফেসবুক ব্যবহার করে সম্প্রতি ব্রিটেনে এক তরুণীকে হত্যার পর এবার দেশটির সরকার সংস্থাটিকে প্রথম পাতায় বিশেষ সতর্কতামুলক ‘আতঙ্ক বোতাম’ স্থাপনের দাবি জানিয়েছে৷ এই বোতামে চাপ দিয়ে যেকেউ পুলিশের সাহায্য নিতে পারবে৷

https://p.dw.com/p/MWrN
ফাইল ফটোছবি: AP

কিন্তু ফেসবুক জানিয়েছে, ব্যবহারকারীদের প্রথম পাতায় এধরণের কোন নিরাপত্তা সাহায্যের বোতাম যোগ করবে না তারা৷ ইতিমধ্যে বিষয়টি নিয়ে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রী অ্যালেন জনসনের সঙ্গে কথাও বলেছে ফেসবুকের প্রতিনিধিরা৷

মাত্র কয়েকদিন আগে ব্রিটেনে ১৭ বছরের এক তরুণীকে মিথ্যা তথ্য দিয়ে ডেকে নিয়ে ধর্ষণ এবং হত্যা করে এক ব্যক্তি৷ এরপর প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং স্বরাষ্ট্র মন্ত্রী অ্যালেন জনসন ফেসবুকে বিশেষ ‘আতঙ্ক বোতাম' স্থাপনের আহ্বান জানান, যা ব্যবহার করে যেকেউ পুলিশের শিশু শোষণ এবং অনলাইন নিরাপত্তা বিভাগে অভিযোগ করতে পারবে৷

ভুক্তভোগী তরুণীর মাও ফেসবুকের দিকে আঙুল তুলে বলেছেন, প্রতিষ্ঠানটি শিশুদেরকে ভুয়া এবং মিথ্যা তথ্য দেয়া বয়স্কদের হাত থেকে বাঁচাতে ব্যর্থ হয়েছে৷

ফেসবুক জানিয়েছে, সংস্থাটি ‘আতঙ্ক বোতাম' প্রথম পাতায় যোগ না করলেও বিশেষ ব্যবস্থা হিসেবে তা থাকবে৷ অর্থাৎ ফেসবুকে অভিযোগ দায়ের করার বর্তমান যে সুযোগ আছে, তার মাঝেই যোগ করা হবে বিশেষ অপশন৷ আর এই অপশনের মাধ্যমে পুলিশকে সম্ভাব্য প্রতারক সম্পর্কে জানানো যাবে বলে মনে করেন ফেসবুকের ইউরোপ অঞ্চলের পরিচালক রিচার্ড অ্যালেন এর৷

অবশ্য ব্রিটিশ সরকার ফেসবুকের এই সিদ্ধান্তে কতটা সন্তুষ্ট হবে বলা মুশকিল৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারুক