1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতিবাদী গান

২ আগস্ট ২০১৩

বেইজিং বিমানবন্দরে বোমা বিস্ফোরণের একটি ঘটনার বিষয়ে গান লিখে কর্তৃপক্ষের রোষের মুখে পড়েছেন চীনা অ্যাক্টিভিস্ট গায়িকা উ হংফেই৷ তবে জনমতের চাপে তিনি সম্ভবত মুক্তি পাবেন৷

https://p.dw.com/p/19IS0
Die chinesische Sängerin und Aktivistin Wu Hongfei. Quelle: Screenshot: http://www.youtube.com/watch?v=tNyb67s5ajw
ছবি: Screenshot Youtube

সরকারি আমলাদের বিরুদ্ধে মনে প্রচুর ক্ষোভ জমা ছিল৷ কোনোরকমে নিজেই একটা বোমা বানিয়ে বিমানবন্দরে গিয়ে হুইলচেয়ারে বসে সেটির বিস্ফোরণ ঘটিয়েছিলেন জি জংশিং নামের এক প্রৌঢ়৷ তাতে তিনি একাই আহত হয়েছিলেন৷ তাঁর দাবি, সরকারি আমলাদের হাতে মার খেয়েই তিনি পঙ্গু হয়ে গেছেন৷ তাই অনেক দিন ধরে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করছিলেন৷ সুবিচার না পেয়ে এমন অভিনব প্রতিবাদের পথ বেছে নিয়েছিলেন৷ বেইজিং-এর এই ঘটনা গোটা বিশ্বের শিরোনামে উঠে এসেছিল৷ সেটা ছিল ২১শে জুলাই৷

তিনি একা নন, চীনের বহু মানুষের মনেই সরকার ও প্রশাসনের বিরুদ্ধে অনেক ক্ষোভ জমা আছে৷ তা বলে বোমা ফাটানোর মত দুঃসাহস দেখানোর পর্যায়ে হয়তো অনেকে পৌঁছান নি৷ কিন্তু বেইজিং-এর সেই ঘটনার জের ধরে গানের মাধ্যমে মানুষের ক্ষোভ প্রকাশের পথ নিয়েছেন জনপ্রিয় শিল্পী উ হংফেই৷ খামখেয়ালি অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত এই তরুণী৷ তাই গানের কথা শুনে তেমন অবাক হবার কারণ নেই৷ তিনি গাইছেন, শুধু বেইজিং বিমানবন্দর নয় – আরও অনেক জায়গায় বোমা ফাটানোর দরকার আছে৷ গানের মধ্যে রয়েছে সেই তালিকা৷ আরেকটা কথা ভুললে চলবে না৷ চীনা ভাষায় উ যে শব্দটি ব্যবহার করেছেন, তার অর্থ ‘বিস্ফোরণ' অথবা ‘ফ্রাই' বা ‘ভাজা' – দুটোই হতে পারে৷

কিন্তু বোমা মারার কথা বলাও চীনে নিরাপদ নয়৷ তাই গান বাঁধার পর দিনই উ হংফেই-কে আটক করা হয়েছে৷ তবে আজকের সোশাল মিডিয়া-সর্বস্ব তরুণ প্রজন্ম সোচ্চার হয়ে ওঠায় কর্তৃপক্ষ নতি স্বীকার করবে – এমন আভাস পাওয়া যাচ্ছে৷ শুক্রবারই হয়তো তাঁকে ছেড়ে দেয়া হবে৷

আসলে আজকের চীনে মত প্রকাশের অধিকারের সীমা নিয়ে চলছে প্রবল তর্ক-বিতর্ক৷ দেশে কমিউনিস্ট ব্যবস্থায় কোনো পরিবর্তন হয় নি বটে, কিন্তু পরিবেশ অবশ্যই বদলাচ্ছে৷ তাই নাগরিকদের আর আগের মতো নীরবে আটক করা সহজ হচ্ছে না৷ প্রতিবাদ-বিক্ষোভের ঝড় উঠছে৷ ফলে প্রশাসন ও জনগণ – দুই পক্ষের মধ্যে সহনশীলতার সীমাও বদলাচ্ছে৷ উ হংফেই-এর ঘটনাটি সারা দেশে ক্ষোভের ঝড় তুলেছে৷ চীনে কি তাহলে নতুন বাতাস বইতে শুরু করবে?

এসবি / ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য