1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রতিবেশী দেশে টিভি চ্যানেল খোলার পরিকল্পনা অনিল আম্বানির

২৬ মার্চ ২০১১

ভারতের অন্যতম শীর্ষ ধনী অনিল আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ব্রডকাস্ট নেটওয়ার্ক এবার ভারতের গণ্ডী ছড়িয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ভুটান, শ্রীলংকা এবং মালদ্বীপে টেলিভিশন স্টেশন খোলার সিদ্ধান্ত নিয়েছে৷

https://p.dw.com/p/10hlG
অনিল আম্বানিছবি: AP

ভারতে বেশ জনপ্রিয়তা পেয়েছে রিলায়েন্স ব্রডকাস্ট নেটওয়ার্কের বিনোদনধর্মী চ্যানেল ‘বিগ সিবিএস প্রাইম'৷ আর এরই ধারাবাহিকতায় তারা ভারতে ‘লাভ' এবং ‘স্পার্ক' নামে আরও দুটি চ্যানেল চালু করার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে৷ দুইটি চ্যানেলই এ মাসের কোন এক সময়ে সম্প্রচার শুরু করবে বলে জানা যাচ্ছে৷

ব্যবসা সম্প্রসারণের এই সিদ্ধান্তের সঙ্গে যোগ হয়েছে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে একই ধরণের টিভি চ্যানেল করার৷ মূলত যৌথ বিনিয়োগের মাধ্যমে গড়ে তোলা হবে এই চ্যানেলগুলো৷ রিলায়েন্স ব্রডকাস্ট নেটওয়ার্কের চীফ অপারেটিং অফিসার আশুতোষ জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোর সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে তারা এ বিষয়ে প্রস্তাব জমা দিয়েছেন৷ তাদের প্রতিনিধিরা সরকারের সঙ্গে এ নিয়ে আলোচনাও অব্যাহত রেখেছে৷

তবে কবে নাগাদ এই অনুমোদনগুলো পাওয়া যাবে এবং কখন থেকে নতুন চ্যানেলগুলো চালু হবে বা প্রস্তাবিত চ্যানেলগুলো কোন ঘরাণার হবে, সে বিষয়ে বিস্তারিত কোন তথ্য জানাননি ঐ কর্মকর্তা৷ তিনি কেবল বলেছেন, তারা আশা করছেন, এ বছরের মধ্যেই সবগুলো দেশের কাছ থেকে তারা অনুমোদন পাবেন৷ সংশ্লিষ্ট দেশগুলোতে বিশাল পরিমাণের বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: অরুণ শঙ্কর চোধুরী